<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কক্সবাজার উপকূলের বালুচরে ডিম পাড়ার জন্য সামুদ্রিক কাছিম আসতে শুরু করেছে। সেন্ট মার্টিন ও শাহপরীর দ্বীপে পর পর গত তিন রাতে মৌসুমের প্রথম তিনটি কাছিম ডিম পেড়েছে। কাছিম তিনটির ডিমের সংখ্যা ৩৬৯। সেন্ট মার্টিন দ্বীপের প্রতিকূল পরিস্থিতি সামাল দিয়ে কাছিমগুলোকে নিরাপদ পরিবেশে ডিম পাড়ার সুযোগ দিতে গিয়ে পরিবেশ বিভাগের কর্মীরা রীতিমতো হিমশিম খাচ্ছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, সেন্ট মার্টিন দ্বীপ কাছিমের ডিম পাড়ার প্রথম পছন্দের স্থান। কিন্তু দ্বীপটির প্রতিকূল পরিস্থিতির কারণে দিন দিন কাছিমের আগমন হ্রাস পাচ্ছে। গেল শীতে ১০ নভেম্বর দ্বীপের শিলবুনিয়া সৈকতে প্রথমবার ডিম পাড়ার জন্য উঠেছিল কাছিম। কিন্তু এবার গেল মৌসুমে (২২ ডিসেম্বর) রবিবার ভোররাতে একটি কাছিম সাগর থেকে উঠে ডিম ছাড়ে ১০৫টি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রবিবার ভোররাতে দ্বীপের শিলবুনিয়া সৈকতের একই স্থানে আরো একটি কাছিম এসে ১৪৪টি ডিম দিয়ে সাগরে গা ভাসিয়ে দেয়। এর আগে গত শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে টেকনাফের শাহপরীর দ্বীপের সৈকতের বালুচরে উঠে ১২০টি ডিম দেয় অন্য একটি কাছিম। প্রতিবছরের শীত মৌসুমের সাধারণত নভেম্বর থেকে কক্সবাজার উপকূলে ডিম দিতে আসে সামুদ্রিক প্রাণীগুলো। এসব কাছিম ডিম দিতে এসেই প্রতিকূল পরিস্থিতির মুখে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। </span></span></span></span></span></p>