<p>কক্সবাজার সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, আপনাদের (সীমান্তবাসী) ভয়ের কোনো কারণ নেই। সীমান্ত সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে। যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি। মায়ানমার সীমান্তবর্তী সব পিওপিতে বিজিবি ও অন্যান্য বাহিনীর জনবল বাড়ানো হয়েছে। নাফ নদে টহল তৎপরতা ও সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।</p> <p>উপদেষ্টা বলেন, ‘মায়ানমারের সঙ্গে নদী ও স্থলপথে ২৭১ কিলোমিটারের যে বর্ডার, তার নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির হাতে। তবে দেশটি (রাখাইন) মায়ানমারের। তাই দুই পক্ষের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক বজায় রাখতে হচ্ছে।’ গতকাল সোমবার সকালে কক্সবাজারের টেকনাফে মায়ানমার সীমান্তবর্তী নাফ নদ ও কয়েকটি সীমান্ত এলাকা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিদর্শন শেষে দুপুর ২টায় তিনি দমদমিয়া বিআইডব্লিউটিএ জেটিতে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। ব্রিফিংয়ে তিনি মায়ানমারের রাখাইন রাজ্যের উদ্ভূত পরিস্থিতিতে সরকারের অবস্থান, সীমান্ত পরিস্থিতি, মাদক, রোহিঙ্গা অনুপ্রবেশ, অপহরণ ও মানবপাচার প্রসঙ্গে কথা বলেন।</p> <p> </p>