<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাইফুল ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। তবে জামিন শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করা হয়নি। চিন্ময়ের জামিন শুনানিতে অংশ নিয়েছে সুপ্রিম কোর্টের ১১ আইনজীবীর একটি দল।চট্টগ্রাম মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর মফিজুল হক ভূঁইয়া কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চিন্ময়ের জামিন আবেদন করেন তাঁর আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। শুনানি শেষে চিন্ময়ের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শুনানিতে চিন্ময়ের পক্ষে থাকা আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আদালতে চিন্ময় কৃষ্ণের মামলার শুনানি হয়েছে। সব কিছু শোনার পরে আদালত জামিন নামঞ্জুর করেছেন। আমরা এখন উচ্চ আদালতে যাব। আমরা আদালতে বলেছি, পতাকার অবমাননা হয়নি, এই মামলা চলতে পারে না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে চিন্ময়ের মামলার জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) এ এ এম হুমায়ুন কবির কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চিন্ময় কৃষ্ণকে আদালতে তোলা হয়নি। তবে জামিন শুনানিকে কেন্দ্র করে আদালতে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আইনজীবী যাঁরা এসেছেন তাঁদের নিরাপত্তার কথা বিবেচনা করেই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছিল।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চিন্ময়ের শাস্তির দাবিতে মানববন্ধন : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাষ্ট্রদ্রোহ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> মামলায় সম্মিলিত সনাতনী নাগরিক জোটের মুখপাত্র চিন্ময় দাসের শাস্তি এবং শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা এবং আলিফ হত্যাকাণ্ডের মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ স্মৃতি পরিষদ। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আন্তর্জাতিক আদালতে যাবে সনাতনী সংসদ : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির জন্য আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হবে সনাতনী সংসদ। গতকাল বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে জানিয়ে প্রতিবেদন করেছে বাংলাদেশে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগর দায়রা আদালত গ্রেপ্তারকৃত চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ করেছেন।</span></span></span></span></span></p>