<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিক্ষকতাকে অবশ্যই বাংলাদেশের প্রথম শ্রেণির একটি পেশা হিসেবে স্বীকৃতি যেন দেওয়া হয়। এতে যারা বাংলাদেশের সর্বোত্তম মেধাবী, তারা যেন এ পেশায় আসায় উৎসাহিত হয়। শিক্ষকতা এমন একটি পেশা, যাঁরা শিক্ষার্থীদের তৈরি করেন। তাই শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গতকাল বৃহস্পতিবার শতবর্ষী দেবীদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুস সবুর ও সহকারী শিক্ষক জামাল মোহাম্মদ কবিরের জমকালো বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এ কথা বলেন। গতকাল সকাল ১১টায় বিদ্যালয়ের বিএনসিসি ও স্কাউট দলের সমন্বয়ে বিদায়ি দুই শিক্ষককে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ নানা উপঢৌকন দেওয়া হয়। অনুষ্ঠান শেষে করুণ সুরে ব্যান্ড বাজিয়ে ফুলে ফুলে সজ্জিত একটি গাড়িতে করে তাঁদের বাড়ি পৌঁছে দেওয়া হয়।</span></span></span></span></span></p>