<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ পাওয়ার পর সংস্কারকাজে হাত দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। গতকাল রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন। তিন ঘণ্টার এ সভায় প্রাথমিক স্বাস্থ্যসেবা, নগর স্বাস্থ্য ব্যবস্থাপনা, ওষুধ ব্যবস্থাপনা, স্বাস্থ্য খাতে কেনাকাটা এবং পিপিআর, ক্যান্সারের চিকিৎসা, ফরেনসিক মেডিসিন, মাতৃস্বাস্থ্য, স্বাস্থ্য খাতে সংশ্লিষ্ট অংশীদারদের কারিকুলাম ও ক্যারিয়ার প্ল্যানিং, প্রিভেনটিভ কেয়ার, স্বাস্থ্য সুরক্ষা আইন, হাসপাতাল ব্যবস্থাপনা, স্বাস্থ্য খাতে জনবল সংকটের বিষয়ে আলোচনা হয়।  স্বাস্থ্য উপদেষ্টার সভাপতিত্বে সভায় স্বাস্থ্য খাতের প্রয়োজনীয় সংস্কার নিয়ে কমিশনের সদস্যরা তাঁদের মতামত দেন। নূরজাহান বেগম বলেন, স্বাস্থ্য খাতের সংস্কারকাজে হাত দিতে কেমন প্রস্তুতি প্রয়োজন, সে সম্পর্কে অবহিত হওয়ার জন্য আজকের এই মতবিনিময়সভা।</span></span></span></span></span></p>