<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকা থেকে ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের অভিযোগে এক কিশোরকে (১৭) লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল লক্ষ্মীপুর জেলার রামগতি ভূঁইয়ারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের অভিযোগে কিশোরীর পরিবার থানায় মামলা করে। এরপর অভিযান চালিয়ে লক্ষ্মীপুর থেকে কিশোরীকে উদ্ধার এবং ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়।</span></span></span></span></span></p>