<p>সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানাসহ পরিবারের ছয় সদস্যের নামে রাজধানীর পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এ কথা জানান।</p> <p>শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের বিষয়ে আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, ‘অনুসন্ধানে অনেক অগ্রগতি হয়েছে। পর্যাপ্ত তথ্য পাওয়া গেছে। বিশেষ করে রাজউকের পূর্বাচল প্রকল্পের ৬০ কাঠা প্লট বরাদ্দের বিষয়ে শিগগিরই ভালো কিছু তথ্য দিতে পারব।’ শেখ হাসিনার বিরুদ্ধেও মামলা হতে পারে কি না জানতে চাইলে আক্তার হোসেন বলেন, এখনই এ বিষয়ে বলা যাবে না। তবে এসংক্রান্ত যে রেকর্ডপত্র পাওয়া গেছে, তাতে সুস্পষ্টভাবে ক্ষমতার অপব্যবহারের প্রমাণাদি রয়েছে।</p>