আগামী মাসের শুরুতেই শহীদ পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। গতকাল শনিবার ঢাকায় রায়েরবাজারে জুলাই আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করে এসব কথা জানান তিনি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানায়, শহীদদের কবর জিয়ারত এবং স্বজনদের সঙ্গে কথা বলার উদ্দেশ্যে মো. নাহিদ ইসলাম গতকাল সকালে রায়েরবাজার কবরস্থানে আসেন। কবর জিয়ারতের পর উপদেষ্টা শহীদদের স্বজনের সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজখবর নেন।