বাংলাদেশের সব জনগণের আশা ও ন্যায়বিচারের বাতিঘর হওয়ার প্রতিশ্রুতিতে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটি আত্মপ্রকাশ করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ গণতান্ত্রিক শক্তির সভাপতি মেজর জেনারেল (অব.) মো. এহতেশাম উল হক। তিনি বলেন, ‘আমরা এমন একটি জাতি গঠন করব, যা আমাদের পূর্বপুরুষদের স্বপ্ন পূরণ করবে, একাত্তরের সব শহীদ, জীবিত মুক্তিযোদ্ধাদের এবং বৈষম্যমুক্ত জনগণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ২০২৪-এর গণ-অভ্যুত্থানে আত্মত্যাগী হাজার হাজার ছাত্র-জনতার বিপ্লবী চেতনার প্রতিনিধিত্বকে বহন করবে।
পাশাপাশি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণ করবে এবং সমৃদ্ধির উত্তরাধিকার গড়ে তুলবে।’
তিনি আরো বলেন, ‘আমাদের নীতিগুলো দেশপ্রেমের চেতনায় পরিপূর্ণ হবে। ঐক্য, ত্যাগ এবং জাতীয় অগ্রগতির জন্য একটি যৌথ প্রতিশ্রুতিকে উৎসাহিত করবে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ কোনো নাগরিক ভয়ে বাস করবে না বা বৈষম্যের মুখোমুখি হবে না।
আমরা মুসলিমসহ সব জাতি-ধর্ম, ভাষা এবং আঞ্চলিকতার ভিত্তিতে সৃষ্ট বিভাজনকে উপড়ে ফেলব। বৈষম্যহীন সামাজিক পরিবেশকে পূর্ণ সুরক্ষা ও নিশ্চয়তা দেব। জনগণের অধিকার সমুন্নত রাখব এবং বৈচিত্র্য, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাকে মূল্যবোধের ভিত্তি হিসেবে গণ্য করব।’