ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মাদ রেজাউল করীম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান দেশের ইতিহাসের কিংবদন্তিতুল্য আখ্যান। দেড় হাজারের বেশি নিহত এবং ৩০ হাজারের বেশি আহত ছাত্র-জনতার রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে দেশে সৃজিত হয়েছে নতুন ইতিহাস। যুগান্তকারী এই ইতিহাস বিনির্মাণে অংশ নিয়েছে জাতি-ধর্ম-শ্রেণি-পেশা-নির্বিশেষে সর্বস্তরের মানুষের সঙ্গে আলেম-ওলামা এবং মাদরাসা শিক্ষার্থীরাও। এই অভ্যুত্থানে আলেমসমাজের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
গতকাল বুধবার বরিশাল নগরের এমসি অডিটরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের উদ্যোগে নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করীম এসব কথা বলেন।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্রদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল। বলিষ্ঠ নেতৃত্বে আলেমসমাজ, ছাত্রসহ সব স্তরের মানুষ অংশগ্রহণ করেছিল।
রেজাউল করীম আরো বলেন, জুলাই অভ্যুত্থানের সূচনা হয় সরকারি চাকরিতে বৈষম্য দূর করে কোটা সংস্কারের দাবিতে।
দেশের সর্বস্তরের মানুষ এই দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে। ইসলামও সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে এবং যৌক্তিক সংস্কারের পক্ষে। একই সঙ্গে সব ধরনের জুলুম ও বিশৃঙ্খলার বিপক্ষে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি মুনতাছির আহমাদ।
দলের বরিশাল মহানগরের সভাপতি গাজী মুহাম্মাদ রেদোয়ানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর সভাপতি মুহাম্মাদ লোকমান হাকিম, সহসভাপতি সৈয়দ নাছির আহমেদ কাওছার, সেক্রেটারি মুহাম্মাদ আবুল খায়ের প্রমুখ।