মাগুরায় আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিষয়ে গতকাল রবিবার সংবাদ সম্মেলন করেছেন মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা। মাগুরা সদর থানার ওসির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার চার আসামিকেই গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। প্রধান আসামি হিটু শেখ এরই মধ্যে শনিবার মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি তিন আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে।
এ বিষয়ক আলামত ফরেনসিক রিপোর্টের জন্য সিআইডি বিভাগে পাঠানো হয়েছে। প্রসঙ্গত বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শহরের নিজনান্দুয়ালী এলাকায় গত ৫ মার্চ রাতে আট বছরের ওই শিশুকন্যা ধর্ষিত হয়। সে শ্রীপুর উপজেলার সব্দালপুর এলাকায় বাড়ির নিকটবর্তী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। রমজানের ছুটিতে মায়ের সঙ্গে সে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। ঘটনার পর তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে আনা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ফদিরপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে পাঠানো হয় ঢাকায়।