নরসিংদীর রায়পুরায় তিন সন্তানের জননীকে ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি রাকিব মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছেন র্যাব ১১ সদস্যরা। গত বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১১ নরসিংদীর কম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম। অভিযুক্ত রাকিব রায়পুরা উপজেলার রহিমাবাদ এলাকার রতন মিয়ার ছেলে। তাঁকে বুধবার রাতে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার পুলতাকান্দা এলাকার মাইনু মোল্লার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে জানায় র্যাব।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গত ১৬ মার্চ রাতে রায়পুরা উপজেলার রহিমাবাদ এলাকায় তিন সন্তানের জননীর ঘরে রাকিবসহ তিনজন প্রবেশ করেন। এর মধ্যে রাকিব ওই গৃহবধূকে ধর্ষণ করেন আর একজন মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন এবং আরেকজন দরজার বাইরে দাঁড়িয়ে পাহারা দেন। ধর্ষণ শেষে চলে যাওয়ার সময় এ ঘটনা কাউকে জানালে গৃহবধূর স্বামী ও ছেলেকে হত্যার হুমকি দিয়ে নারীর সঙ্গে থাকা ২৪ হাজার টাকা মূল্যের স্বর্ণের কানের দুল এবং ১২ হাজার টাকা লুট করে নিয়ে যান। এই ঘটনায় ভুক্তভোগী নারীর বড় ছেলে বাদী হয়ে রায়পুরা থানায় একটি মামলা করে।
অন্যদিকে এই ঘটনার পর থেকে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও এলাকাবাসী মানববন্ধন, প্রতিবাদসভা ও স্মারকলিপি প্রদান করে।
লক্ষ্মীপুরে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার : লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরে পাওনা টাকা পরিশোধ করতে গেলে ফাঁকা বাড়িতে হাত বেঁধে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাহিদুল ইসলাম ভূঁইয়া হৃদয় নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের উত্তর হামছাদী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী নারী তাঁর বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেছেন। গ্রেপ্তার হৃদয় উত্তর হামছাদী গ্রামের জাফর আহমেদ পরান ভূঁইয়ার ছেলে। ভুক্তভোগী গৃহবধূ তাঁর প্রতিবেশী।
দুমকীতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার : পটুয়াখালীর দুমকীতে জুলাই বিপ্লবে শহীদ হওয়া এক ব্যক্তির মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের মামলার পলাতক আসামি সিফাত মুন্সিকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। ডিবি পুলিশের একটি দল গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে পিরোজপুর জেলার নাজিরপুর থানার জুকিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার আলগী এলাকায় রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরের দিন বুধবার নিজে বাদী হয়ে দুমকী থানায় একটি মামলা করেন। মামলার এক নম্বর আসামি সাকিব মুন্সিকে (১৭) ওই দিনই গ্রেপ্তার করে পুলিশ। এদিকে গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মেয়েটিকে দেখতে গত বৃহস্পতিবার পটুয়াখালী যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং অভিযুক্ত আসামিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করার জন্য সময় বেঁধে দেন।