বিশ্বঐতিহ্য সুন্দরবনে জ্বলতে থাকা আগুন চার দিন পর সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ফায়ার ব্রিগেড এবং বন বিভাগ সুন্দরবনে আগুন নির্বাপণের ঘোষণা দেয়। সুন্দরবনের আগুন এর আগে মঙ্গলবার বিকেলেই নিয়ন্ত্রণে আসে। এর পর দুই দিন ধরে তল্লাশি এবং পর্যবেক্ষণ শেষে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণের ঘোষণা দেওয়া হলো।
তদন্ত চলছে, আগুনের এলাকা ৭ দিন থাকবে পর্যবেক্ষণে
সাড়ে ৪ একর পুড়িয়ে চার দিন পর নিভল সুন্দরবনের আগুন
বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবন বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিপিজি, ভিটিআরটি এবং গ্রামবাসী মিলে প্রায় ৫০০ জন মানুষ আগুন নেভানোর কাজে অংশ নেয়। আগুনে প্রায় সাড়ে চার একর বনভূমি পুড়ে গেছে। আগুনের ওই এলাকা আগামী সাত দিন ধরে পর্যবেক্ষণ করা হবে বলে বন বিভাগ জানায়।
এক দিনের ব্যবধানে সাত কিলোমিটার দূরত্বের মধ্যে সুন্দরবনে পৃথক স্থানে আগুনের ঘটনা নাশকতামূলক কি না তা ক্ষতিয়ে দেখছে বন অধিদপ্তর।
বন বিভাগের গঠিত কমিটির সদস্যরা আগুনের ঘটনা তদন্ত করছে। আগুনের এলাকা থেকে এরই মধ্যে কিছু আলামত সংগ্রহ করেছে তারা।
বাগেরহাট ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (ডিএডি) সাকরিয়া হায়দার জানান, রবিবার সকাল সাড়ে ১১টার দিকে সুন্দরবনের শাপলার বিল এলাকায় আগুনের খবর পেয়ে তাঁরা আগুন নেভানোর কাজে অংশ নেন। প্রায় তিন কিলোমিটার দূরে ভোলা নদী থেকে পাইপলাইনের মাধ্যমে পানি নিয়ে আগুন নেভানোর কাজ করা হয়।
সুন্দরবনে আগুন নেভাতে ভরসা জোয়ারের পানি : সুন্দরবনের মধ্যে নদ-নদী ও খাল জালের মতো বিস্তৃত। জোয়ারের পানি বৃদ্ধি পেলে নদী-খাল উপচে সুন্দরবনের মধ্যে প্রবেশ করে। কিন্তু সেই সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে পর্যাপ্ত পানি মেলে না। কাছাকাছি পানির উৎস না থাকায় একের পর এক বনভূমি পুড়তে থাকে।
বাগেরহাট ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (ডিএডি) সাকরিয়া হায়দার জানান, ভাটার সময় নদীতে পানি না থাকায় আগুন নেভানোর কাজ বন্ধ রাখতে হয়। ফের জোয়ারের পানির জন্য অপেক্ষা করতে হয়েছে। ভোলা নদীতে সার্বক্ষণিক পানি পাওয়া গেলে এক দিনের মধ্যে সম্পূর্ণভাবে আগুন নির্বাপণ করা সম্ভব হতো।
সম্পর্কিত খবর

আবহাওয়া পূর্বাভাস

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩৭.৮ ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩২.৯ ডিগ্রি সে.। রাজশাহী ৩৮.৪ ডিগ্রি সে.। রংপুর ৩৩.৮ ডিগ্রি সে.।
গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৫.৪ ডিগ্রি সে.।
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মৌলভীবাজার, রাঙামাটি, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
সূত্র : আবহাওয়া অধিদপ্তর

চীন সফর শেষে ড. মুহাম্মদ ইউনূস দেশে ফেরেন


নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মাইন বিস্ফোরণে বাংলাদেশির পা বিচ্ছিন্ন
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তে মায়ানমারের ভেতর স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ সালাম (৪২) নামে এক বাংলাদেশির পা বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে চাকঢালা সীমান্তের ৪৪ নম্বর পিলারের শূন্য লাইনে পণ্য চোরাচালানের সময় ঘটনাটি ঘটে। আহত ব্যক্তি হচ্ছেন চাকঢালা সদর ইউনিয়নের চেরারমাঠ এলাকার মৃত আফজালের ছেলে মোহাম্মদ সালাম (৪২)। স্থানীয় লোকজন জানায়, দীর্ঘদিন ধরে মায়ানমার সীমান্তে বাংলাদেশের পণ্য পাচারকাজে জড়িত ছিলেন তিনি।

সংক্ষিপ্ত
ড. ইউনূসকে ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী দেখতে চাই : সারজিস আলম
নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। ফেসবুক পোস্টে সারজিস আলম বলেন, ‘প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে।’ সারজিস আরো বলেন, ‘চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আজ (শনিবার) সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে।