বকেয়া বেতন ও ঈদ বোনাস আদায়ের দাবিতে শ্রম মন্ত্রণালয়ে ঘেরাও করতে যাওয়া পোশাক শ্রমিকদের ওপর পুলিশের লাঠিপেটা ও টিয়ার গ্যাস ছোড়ার ঘটনার নিন্দা জানিয়েছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিশোধ (স্কপ)। স্কপের পক্ষ থেকে অবিলম্বে অন্দোলনরত শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবি জানানো হয়েছে। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওই দাবি জানানো হয়। বিবৃতিদারা হলেন স্কপের যুগ্ম সমন্বয়ক আনোয়ার হোসেন ও চৌধুরী আশিকুল আলম, স্কপ নেতা রাজেকুজ্জামান রতন, আব্দুল কাদের হাওলাদার, মেজবাহ উদ্দিন আহমেদ, শাহ মো. জাফর, সাইফুজ্জামান বাদশা, কামরুল আহসান, শামীম আরা, ডা. ওয়াজেদুল ইসলাম খান, বাদল খান, নইমুল আহসান জুয়েল, সাকিল আক্তার চৌধুরী, রিপন চৌধুরী, আহসান হাবিব বুলবুল ও নুরুল আমিন।