টিএনজেড অ্যাপারেলস লিমিটেডসহ অন্যান্য কারখানার শ্রমিকদের ন্যায্য দাবিগুলো দ্রুত পূরণের আহবান জানিয়েছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের (টাফ) নেতারা। তাঁরা বলেছেন, শ্রমিকদের ন্যায্য পাওনা বকেয়া রাখার ছলচাতুরি বন্ধ করতে হবে।
গতকাল শুক্রবার সংগঠনের সভাপতি ফয়জুল হাকিম ও সাধারণ সম্পাদক আমীর আব্বাস গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহবান জানান। তাঁরা বলেন, কারখানাগুলোর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বকেয়া মজুরি, খোরাকি ভাতা, ছুটির টাকা এবং চলতি মাসের মজুরিসহ ঈদ বোনাস দেওয়ার দায়িত্ব সরকারের শ্রম মন্ত্রণালয়কেই নিতে হবে।
ক্ষোভ প্রকাশ করে নেতারা বলেন, বকেয়া মজুরি আদায়ে শ্রমিকদের মাঠে নামতে হচ্ছে। দিনের পর দিন শ্রম ভবনের বারান্দায়, রাস্তায় কাটাতে হচ্ছে। আন্দোলনরত এক শ্রমিক মৃত্যুবরণ করেছেন। এমন অমানবিক ঘটনার পরও অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল আচরণ দেখা যাচ্ছে না।
কারখানাগুলোতে বাধ্যতামূলকভাবে শ্রমিকের নিয়োগপত্র প্রদান, প্রতি সপ্তাহ শেষে শ্রমিকদের পাওনা মজুরি প্রদান, বাজারদরের সঙ্গে সংগতি রেখে মজুরি নির্ধারণ, পূর্ণ রেশনিং ও বিনামূল্যে চিকিৎসাসেবার ব্যবস্থা চালুর আহবান জানান নেতারা।
বিবৃতিতে বলা হয়, কভিড-১৯-এর পর থেকে এক শ্রেণির কারখানা মালিক সরকারের ছত্রচ্ছায়ায় এক লুণ্ঠনের সংস্কৃতি চালু করেছেন। তাঁরা যেমন শ্রমিকদের মজুরি বকেয়া রাখছেন, তেমনি ব্যাংক ঋণের টাকা, বিদ্যুৎ-গ্যাস বিলের টাকাও বকেয়া রেখে এসেছেন।