কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মা-ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া অন্য পাঁচ স্থানে সড়ক দুর্ঘটনায় আরো ছয় জন নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত—
কুষ্টিয়া : কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা বাইপাস মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক দম্পতির স্ত্রী ও শিশুসন্তান নিহত হয়েছে।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার কাদের সিদ্দিকীর স্ত্রী ইতি খাতুন (৩০) ও শিশু ছেলে অহনাফ (৩)। এ ঘটনায় মোটরসাইকেলচালক কাদের সিদ্দিকী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
গাজীপুর : গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পোলট্রি খামারি ও পিকআপ চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া টাইলস মার্কেটের সামনে ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চালক রাজু মিয়া (৩৫) ও খামারি জিয়ারুল ইসলাম (৪০)।
দিনাজপুর : দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কাহারোলে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ট্রাফিক পুলিশের এক এসআই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার সময় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কাহারোল উপজেলার সাদিপুর আদিবাসীপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাফিক পুলিশের টিএসআইয়ের নাম আব্দুল করিম (৫০)। তিনি দিনাজপুর ট্রাফিক পুলিশে কর্মরত ছিলেন।
সাভার : সাভারে দায়িত্ব পালনের সময় পুলিশের এক এসআইকে ইচ্ছাকৃতভাবে বালুভর্তি ট্রাক চাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ঘটনাস্থলেই ওই এসআই মারা যান। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এই ঘটনা ঘটে।
এই ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ ও এর চালককে আটক করেছে।
নিহত এসআইয়ের নাম ফজলু হক (৪০)। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার সুনু ভূঁইয়ার ছেলে এবং সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক্টর চাপায় মো. আরিফ মিয়া নামের মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। উপজেলার মেহারি ইউনিয়নের চৌবেপুর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে মালয়েশিয়াপ্রবাসী আরিফ সম্প্রতি দেশে ফেরেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বিশারাবাড়ি গ্রামের ব্র্যাক অফিসের সামনে তিনি দুর্ঘটনার শিকার হন।