<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রায় ১০ লাখ মানুষের বসবাসের কুমিল্লা নগরে মাত্র ২২টি স্থানে চলছে দরিদ্র মানুষের জন্য চালু করা সরকারের ওএমএস কার্যক্রম। যদিও কুমিল্লা সিটি করপোরেশনের ওয়ার্ড সংখ্যাই ২৭টি। নগরের দরিদ্র মানুষের ভাষ্য, চাহিদার তুলনায় ওএমএস কার্যক্রম একেবারেই অপ্রতুল। দীর্ঘদিন ধরে এই কার্যক্রমের পরিধি বাড়ানোর দাবি থাকলেও সেটি কার্যকর হয়নি। ২২টি পয়েন্টে একজন ডিলার শুক্র ও শনিবারসহ সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন এক মেট্রিক টন চাল ও দেড় মেট্রিক টন আটা বিক্রি করতে পারেন। একজন মানুষ সর্বোচ্চ ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল ও ২৪ টাকা কেজি করে পাঁচ কেজি আটা কিনতে পারেন। সে হিসাবে কোনো মানুষ চাল ও আটা ক্রয় করলে প্রতিদিন সর্বোচ্চ পাঁচ হাজার ৫০০ মানুষ ওএমএস সুবিধা পাচ্ছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>