<p>চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় অভিযান চালিয়ে থানা থেকে লুট করা দুটি বিদেশি রিভলবারসহ ১৬ রাউন্ড বুলেট উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার পাহাড়তলী থানাধীন কাস্টম একাডেমির পেছনে ধোপপুল ব্রিজের পশ্চিম পাশ থেকে এগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পাহাড়তলী থানার ওসি মো. বাবুল আজাদ কালের কণ্ঠকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ধোপপুল ব্রিজের পশ্চিম পাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এই সময় ইটের নিচ থেকে একটি ব্যাগের ভেতরে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় দুটি বিদেশি রিভলবার ও ১৬ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়।</p>