<p>প্রয়োজনীয় জনবলের অভাবে এখনো স্থবির হয়ে রয়েছে নাটোর জেলা পরিষদের উন্নয়নকাজসহ নিয়মিত কার্যক্রম। কালের কণ্ঠে গত ২ সেপ্টেম্বর একটি সংবাদ প্রকাশের পর নির্বাহী প্রধান কর্মকর্তা পদ পূরণ করা হলেও নেই কোনো প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী। ফলে আটকে আছে উন্নয়নকাজ।</p> <p>জেলা পরিষদ সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে মামুন ভুঁইয়াকে অন্যত্র বদলি করা হয়। এর পরই বদলি হয়ে যান জেলা পরিষদের প্রকৌশলী এবং সহকারী প্রকৌশলী। এ অবস্থায় সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশে পরবর্তী নির্বাহী প্রধান কর্মকর্তা যোগ না দেওয়া পর্যন্ত জেলা পরিষদের কাজ চালিয়ে নেওয়ার জন্য নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমানকে ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তিনি প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী না থাকায় কোনো উন্নয়নমূলক কাজ করতে পারেননি। এ অবস্থায় চলতি বছরের ২ সেপ্টেম্বর কালের কণ্ঠে জনবলের অভাবে স্থবির হয়ে পড়েছে জেলা পরিষদের উন্নয়নকাজ শিরোনামে একটি সংবাদ প্রকাশের পর শামিম ভূইয়াকে জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়িত করা হয়।</p> <p>নাটোর জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শামিম ভূইয়া  বলেন, ‘জেলা পরিষদের কাজ করানোর জন্য প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী নেই। এ অবস্থায় প্রকল্প বাস্তবায়ন ও প্রকল্প গ্রহণ করা নিয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে। উন্নয়নকাজে দেখা দিয়েছে স্থবিরতা। আমরা চেষ্টা করছি এসব অচলাবস্থা কাটিয়ে ওঠার জন্য।’</p> <p> </p>