<p>গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কালির বাজার ইউনিয়নের শান্তির মোড় এলাকা থেকে একটি হিমালয়ান প্রজাতির শকুন উদ্ধার করা হয়েছে। গত রবিবার রাতে এই উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘তীর’-এর সদস্যরা। গতকাল সোমবার কর্তৃপক্ষের পরামর্শক্রমে শকুনটিকে গাইবান্ধা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।</p> <p>শকুন সংরক্ষণ প্রকল্পের মুখ্য গবেষক সারোয়ার আলম বলেন, হিমালয়ের ঠাণ্ডা ও হিমঝড়ের কারণে নভেম্বর-ডিসেম্বরের দিকে হিমালয়ান শকুনগুলো সমতলের দিকে আসে। মার্চের দিকে আবার চলে যায়। একেকটা শকুনকে প্রায় এক হাজার কিলোমিটার আকাশপথ পাড়ি দিতে হয়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সমতলে এসে তারা পর্যাপ্ত খাবার পায় না। তাই ভ্রমণক্লান্তিতে বিভিন্ন এলাকায় মাটিতে পড়ে যায়।</p> <p> </p>