<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ও অস্ত্রের মুখে জিম্মি করে কাশিয়ানীতে তিন কিলোমিটার এইচবিবি (ইট বিছানো) সড়ক ও তিনটি খালের ওপর তিনটি ব্রিজ নির্মাণকাজ সম্পন্ন না করে বিলের সমুদয় অর্থ উত্তোলন করে নেওয়ার অভিযোগ উঠেছে গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের (টিন সাইফুল) বিরুদ্ধে। এ ঘটনায় জেলা পরিষদে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে অর্থ আত্মসাতের প্রমাণ মিলেছে। গতকাল বুধবার সকালে দুর্নীতি দমন কমিশন, গোপালগঞ্জ কার্যালয়ের উপপরিচলক মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে ফাইলপত্র যাচাই-বাছাই করে অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে বলে জানানো হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৫ আগস্টের পর গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আত্মগোপনে থাকায় তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. হাবিবুর রহমান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৮-৯ বছর আগে আমার লাইসেন্সে অনেকেই কাজ করেছেন। তবে এই কাজটি কে করেছেন এখন আমার মনে নেই। এত বছর পর মাটি বা ইট না-ও থাকতে পারে। কিন্তু অফিসের ইঞ্জিনিয়াররা তো কাজ না দেখে বিল দেননি। কাজ যিনিই করেছেন, তিনি কাজ করেই বিল নিয়েছেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের উপপরিচলক মো. মশিউর রহমান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের মাইজকান্দি থেকে আড়কান্দি গ্রাম পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এইচবিবি (ইট বিছানো) সড়ক ও তিনটি খালের ওপর তিনটি ব্রিজ নির্মাণকাজ সম্পন্ন না করে জেলা পরিষদের কর্মকর্তা ও ঠিকাদার বিলের সমুদয় অর্থ উত্তোলন করে আত্মসাৎ করে বলে অভিযোগ ওঠে। পরে বুধবার অভিযান চালিয়ে ফাইলপত্র যাচাই-বাছাই করে অর্থ আত্মসাতের প্রমাণ মেলে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>