<p>পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দুটি ল্যাপটপ দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক আফসার আলী বাড়িতে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। শিক্ষকরা সরকারি ল্যাপটপ দুটি বিদ্যালয়ে ফেরত দিতে প্রধান শিক্ষককে বারবার অনুরোধ করেছেন। তবে এতে কোনো কর্ণপাত করছেন না প্রধান শিক্ষক। সম্প্রতি পাবনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে ১২ দিনের প্রশিক্ষণে ওই বিদ্যালয়ের একজন শিক্ষক অংশগ্রহণ করলেও ল্যাপটপ দেননি প্রধান শিক্ষক। জানা যায়, প্রায় ১০ বছর আগে সরকারি প্রকল্পের দোয়েল ল্যাপটপ পায় বিদ্যালয়টি। এর কয়েক বছর পর এলজিএসপি প্রকল্পের আওতায় আরো একটি ল্যাপটপ বিদ্যালয়কে প্রদান করে দিলপাশার ইউনিয়ন পরিষদ। নিরাপত্তার কথা বলে ল্যাপটপ দুটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী নিজের বাড়িতে নিয়ে রেখেছেন। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে।</p> <p> </p> <p> </p>