<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজশাহীর বাঘায় স্কুল কমিটির সভাপতি পদ নিয়ে দ্বন্দ্বে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আটজন আহত হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টার দিকে বাউসা ইউনিয়নের আড়পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। জানা গেছে, উপজেলা আড়পাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদের জন্য লিখিতভাবে প্রধান শিক্ষক আজিবর রহমানের কাছে আবেদন করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ গ্রুপের প্রভাষক ওয়ালিউর রহমান বিকুল। অন্যদিকে একই পদে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জল গ্রুপের বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক আনোয়ার হোসেন পলাশ আবেদন করে। এ নিয়ে উভয়ের মধ্যে চাপা উত্তেজনা চলছিল। রবিবার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। বাঘা থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেয়ে ব্যবস্থা নেওয়া হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>