<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঝিনাইদহের শৈলকুপায় পূর্বশত্রুতার জেরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাশিনাথপুর গ্রামে ঘটনাটি ঘটে। সংঘর্ষে ওমর আলী কুলসুম বেগম, সাদ্দাম হোসেন, তুহিন খান, ইসলাম খান, হোসাইন খান, আশালুদ খান, সেলিম খান, তাইজেল খান, রোজিনা খাতুন, আমিরসহ উভয় পক্ষের ১৫ জন আহত হন।  আহত ব্যক্তিদের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়া ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, গত বছরের ২৪ জুলাই কাশিনাথপুর গ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলামের ছেলে কলেজছাত্র রানা মণ্ডলকে শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমানের সমর্থকরা কুপিয়ে হত্যা করেন। ওই মামলার আসামিরা জামিনে বাড়িতে এসে মামলা তুলে নেওয়ার জন্য বাদী সাইফুল ইসলামকে হুমকি দিতে থাকেন। পরে শনিবার সকালে সংঘর্ষের ঘটনাটি ঘটে। শৈলকুপা থানার ওসি মাসুম খান কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরিস্থিতি এখন শান্ত রয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>