ব্যাধ
নতুন থ্রিলার সিরিজ ‘ব্যাধ’ আজ মুক্তি পাচ্ছে স্ট্রিমিং সাইটি ‘হইচই’তে। এক গ্রামে একের পর কে যেন চড়ুই পাখি মারছে! কিন্তু পাখির প্রতি কার এমন আক্রোশ? এমন গল্প নিয়েই রাজর্ষী দাস ভৌমিকের ‘চড়াই হত্যা রহস্য’ উপন্যাস অবলম্বনে সিরিজটি নির্মাণ করেছেন অভিরূপ ঘোষ। অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী, রজতাভ দত্ত, বিবৃতি চট্টোপাধ্যায়।
।