শোনো মহাজন আমরা অনেকজন

  • ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে বেশ কিছু গান উৎসাহ-অনুপ্রেরণা জুগিয়েছে। তবে যে গানের একাধিক লাইন স্লোগানের মতো ছড়িয়ে গেছে, সেটি ‘শূন্য’ ব্যান্ডের ‘শোনো মহাজন’। এক দশক আগের গানটি যেন পুনর্জন্ম পেল এই বিপ্লবে। তার রেশ ধরে ‘শূন্য’র দলপ্রধান ও ভোকাল ইমরুল করিম এমিলের সঙ্গে কথা বলেছেন কামরুল ইসলাম
শেয়ার
শোনো মহাজন আমরা অনেকজন
ইমরুল করিম এমিল ছবি : ড্রিম অব আর্ট

এই গানের মাধ্যমে আমরাও ছাত্র-জনতার বিপ্লবে অংশ নিতে পেরেছি। অনেকের মন্তব্য দেখেছি, আন্দোলনের সময় যাঁদের হয়তো একটু মন খারাপ ছিল, আমাদের গানটা শুনে তাঁরাও অনুপ্রেরণা পেয়েছেন

 

পুরনো গানের পুনর্জন্ম

গানের বাণী যখন চিরন্তন হয়, তখন সেটি কালের সীমানা জয় করে। শূন্যর এই গান তারই নবীন উদাহরণ। ২০১৪ সালে প্রকাশিত ব্যান্ডটির চতুর্থ অ্যালবাম ভাগোর গান এটি।

বৈষম্যবিরোধী আন্দোলনে এটি অন্তর্জালের ভিডিও থেকে মিছিলের স্লোগান, এমনকি দেয়ালে দেয়ালে গ্রাফিতি হিসেবেও ছড়িয়ে গেছে। পুরনো গানের পুনর্জন্মে খুবই গর্বিত এমিল ও শূন্যর সদস্যরা। এমিল বলেন, এই গানের মাধ্যমে আমরাও ছাত্র-জনতার বিপ্লবে অংশ নিতে পেরেছি। অনেকের মন্তব্য দেখেছি, আন্দোলনের সময় যাঁদের হয়তো একটু মন খারাপ ছিল, আমাদের গানটা শুনে তাঁরাও অনুপ্রেরণা পেয়েছেন, অংশ নিয়েছেন প্রতিবাদে।
শুধু এবারই নয়, আগেও বিভিন্ন প্রতিবাদ-আন্দোলনে গানটা ব্যবহূত হয়েছে। যাঁরা গানটিকে এমন ভালোবেসে গ্রহণ করেছেন, তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ।

 

মহাজনের নেপথ্যের গল্প

শোনো মহাজন, আমি নয়তো একজন, শোনো মহাজন, আমরা অনেক জন’—এমন কথার গানটি ঠিক কোন প্রেক্ষাপটে রচনা করা হয়েছিল? এমিলের জবাব, নির্দিষ্ট কাউকে মাথায় রেখে গানটি বানানো হয়নি। সাধারণ একটা ভাবনা থেকেই বানানো।

একজন ব্যক্তি মানুষ হতে পারে, সরকার হতে পারে, কোনো প্রতিষ্ঠান কিংবা পরিবার হতে পারে। সেখানে যদি কেউ চাপ কিংবা হতাশা অনুভব করে, তার ভাবনার জায়গা থেকেই এই গান। এটি লিখেছেন শাহান কবন্ধ। তিনি যেমন অনুভব করেছেন, আমরাও গানটি কম্পোজ কিংবা পারফরম করার সময় সে আবেগ অনুভব করেছি। এবারের আন্দোলনে গানটি নতুনভাব অর্থবহ হয়ে উঠেছে দেখে আরো ভালো লাগছে।
আরেকজন মানুষের কথা বিশেষভাবে বলতে চাই, তিনি ফুয়াদ আল মুক্তাদির। এই গানের প্রযোজক। গানের মিউজিক অ্যারেঞ্জমেন্টসহ সবই তাঁর করা। ব্যান্ডের সদস্য হিসেবে তখন ছিলাম আমি, শাকের, মাইকেল ও লাবিব। এটা একটা সমন্বিত কাজ। তাই সবার ভূমিকাই গুরুত্বপূর্ণ।

 

কানাডায় কনসার্ট

শূন্য এখন অবস্থান করছে দূর দেশ কানাডায়। সেখান থেকেই এমিল জানালেন, দুটি কনসার্টের জন্য এই সফর। কিছু দিন আগে একটি কনসার্ট সম্পন্ন হয়েছে। অন্যটি হবে ১৭ আগস্ট। এমিল বলেন, কানাডার টরন্টোতে বিজয়ের গান থিমে রক ফেস্ট হচ্ছে। এখানে শোনো মহাজন-এর পাশাপাশি আমাদের অনুপ্রেরণামূলক গানগুলো করব। সম্প্রতি আমরা যে নতুন এক স্বাধীনতা পেয়েছি, সেটার উদযাপনও হবে এই কনসার্টে। কনসার্টে আরো পারফরম করবেন গায়ক তাহসান, ব্যান্ড আরবোভাইরাস, আয়রনক্লেফ, সেক্টর ২.০।

 

শূন্যের ব্যস্ততা

২০০৭ সালে গঠিত হয় ব্যান্ডটি। পরের বছরই প্রকাশিত হয় প্রথম অ্যালবাম নতুন স্রোত। পথচলার লম্বা সময়ে গান প্রকাশ ও কনসার্ট অব্যাহত রেখেছেন শূন্যর সদস্যরা। এখনকার ব্যস্ততা প্রসঙ্গে এমিল বলেন, ১৬ বছরের জার্নিতে আমরা এর আগে পাঁচটা একক অ্যালবাম ও অনেকগুলো সিঙ্গেলস প্রকাশ করেছি। এখন নতুন গান তৈরির চেষ্টা করছি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আবেগ-অনুভূতি ভিন্ন। সেসব আবেগ নিয়ে গান বাঁধার চেষ্টা করছি। অব্যক্ত-অজানা গল্পগুলো গানে গানে তুলে আনতে চাইছি। এর বাইরে দলের সদস্যদের পরিবার, স্ত্রী-সন্তান আছে। সেসব দিকেও মনোযোগ দিতে হচ্ছে। পরিবারের পাশাপাশি যতটা সম্ভব ব্যান্ডে সময় দিচ্ছি।

 

ভক্তদের জন্য বার্তা

শূন্যর সর্বশেষ গান কাছে আসার এই গল্পে এসেছে দেড় বছর আগে। এরপর বিভিন্ন কনসার্টে পারফরম করলেও নতুন গান প্রকাশ করেনি। এ নিয়ে ভক্তদের কিছুটা আক্ষেপ আছে। তাঁদের উদ্দেশে এমিলের বার্তা, এত বছর ধরে আমাদের গান শোনা এবং সমর্থন দিয়ে যাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা মিউজিক কখনো বন্ধ করব না। অর্থবহ গান করার চেষ্টা চালিয়ে যাব। এ জন্যই সময় নিয়ে কাজ করছি। এক-দুই বছরে একটা গান প্রকাশ করব। আশা করি শ্রোতারা পাশে থাকবে।

 

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

টিভিতে চাঁদরাতের নাটক

শেয়ার
টিভিতে চাঁদরাতের নাটক
বিক্রয়যোগ্য ভালোবাসা, চ্যানেল আই

বিটিভি

নাটক ... [রাত ৯টা] : নাম প্রকাশ করেনি।

চ্যানেল আই

বিক্রয়যোগ্য ভালোবাসা [সন্ধ্যা ৭টা ৫০ মিনিট] : পরিচালক রেজানুর রহমান। অভিনয়ে শানারেই দেবী শানু, শাহেদ আলী, মাসুম বাশার।

https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/30-03-2025/2/kalerkantho-rb-1a.jpg

এটিএন বাংলা

হ্যাপি বার্থ ডে টু মোবাইল [সন্ধ্যা ৭টা ৪০ মিনিট] : পরিচালক বাবুল আহমেদ।

অভিনয়ে শিবলী নোমান, নাবিলা ইসলাম।

আজকাল তুমি আমি [রাত ৮টা ৫০ মিনিট] : পরিচালক মারুফ হাসান সজিব। অভিনয়ে খায়রুল বাসার, সাদিয়া আয়মান।

https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/30-03-2025/2/kalerkantho-rb-1a.jpg

আরটিভি

টাইটানিকে ঈদ যাত্রা [রাত ৮টা] : পরিচালক জাকিউল ইসলাম রিপন।

অভিনয়ে শামীম হাসান সরকার, তানিয়া বৃষ্টি, সামান্তা পারভেজ।

প্রাসঙ্গিক
মন্তব্য

তসিবার ১০ গান

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
তসিবার ১০ গান
তসিবা বেগম

বছরজুড়েই একের পর এক নতুন গান প্রকাশ করেন হালের জনপ্রিয় কণ্ঠশিল্পী তসিবা বেগম। সেই ধারাবাহিকতায় এবারের ঈদে ১০টি গান নিয়ে হাজির হচ্ছেন এই গায়িকা। এরই মধ্যে ঈদ উপলক্ষে তাঁর কণ্ঠে প্রকাশিত হয়েছে দিলের কোকিল, আমরা সিলেটি, প্রেমের হাওয়া শিরোনামের গানগুলো। আজ [রবিবার] লেজার ভিশনের ব্যানারে মুক্তি পাবে রসিয়া নামের আরো একটি গান।

এর বাইরে আরো ছয়টি গান বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হবে এই গায়িকার। তসিবা বলেন, ঈদ মানেই আনন্দ। আর এই আনন্দকে আরো বেশি উপভোগ্য করার জন্য শ্রোতাদের উপহার দিচ্ছি নতুন গান। আশা করছি, গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।

তসিবা আরো বলেন, ঈদে এবার আমার গাওয়া রেকর্ডসংখ্যক গান প্রকাশিত হওয়ার কথা ছিল। তবে ব্যস্ততার কারণে অনেক গানের ভিডিওতে অংশ নিতে পারিনি। সিদ্ধান্ত নিয়েছি, যে গানগুলোতে নিজে ভিডিওতে থাকব না সেগুলো প্রকাশ করব না। তাই সংখ্যাটা দশে আছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

ইউটিউবে এবার নতুন নাটক কম

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
ইউটিউবে এবার নতুন নাটক কম
‘হৃদয়ের এক কোণে’। সুলতান এন্টারটেইনমেন্টের নাটকটিতে আছেন জোভান ও তটিনী

গত বছর থেকে ক্রমানুসারে নাটকের সংখ্যা কমে আসছে। ভালোবাসা দিবসেই প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর হাতে জমা ছিল শতাধিক নাটক। তখন তারা জানিয়েছিল, রোজার ঈদেই নাটকগুলো মুক্তি দেবে। তবে ঈদের শেষ মুহূর্তে এসে জানা গেল, সেই আশায় গুড়ে বালি।

ভালোবাসা দিবসের মতো এবারও নাটক মুক্তি পাবে হাতে গোনা কয়েকটি। দেশের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি এবার ঈদে মুক্তি দেবে মাত্র আটটি নাটক। অথচ এর আগে ঈদে তারা ১৬ থেকে ১৮টি করে নাটক মুক্তি দিত।

এবারের নাটকগুলো হলো এম ডি তৌফিকুল ইসলামের বাজি, অভিনয়ে মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল; ইমরাউল রাফাতের প্রেম ভাই, অভিনয়ে তৌসিফ মাহবুব ও তটিনী; এ কে পরাগের লাই-জু, অভিনয়ে মুশফিক আর ফারহান ও সাদিয়া আয়মান; রুবেল হাসানের বউয়ের বিয়ে, অভিনয়ে ইয়াশ রোহান ও তটিনী; প্রবীর রায় চৌধুরীর বান্টির বিয়ে, অভিনয়ে জোভান ও কেয়া পায়েল; ইমরোজ সোহানের ব্রেকিং নিউজ, অভিনয়ে তৌসিফ ও তটিনী; মহিদুল মহিমের ফিরে দেখা, অভিনয়ে জোভান ও তটিনী; হাসিব হোসেন রাখির মন দিওয়ানা, অভিনয়ে তৌসিফ ও তটিনী।

প্রযোজনা প্রতিষ্ঠান সুলতান এন্টারটেইনমেন্ট মুক্তি দেবে সাতটি নাটক। তারাও এর আগে ঈদে ১৫ থেকে ২০টি করে নাটক মুক্তি দিত। এবারের নাটকগুলো হলো মহিদুল মহিমের হৃদয়ের এক কোণে, অভিনয়ে জোভান, তটিনী; মহিদুল মহিমের হৃদয়ে রেখেছি গোপনে, অভিনয়ে ইয়াশ রোহান, তটিনী; এম ডি তৌফিকুল ইসলামের আমি শুধু তোমার হব, অভিনয়ে মুশফিক আর ফারহান, সাফা কবির; মোহাম্মদ মিফতাহ আনানের মন দিতে চাই, অভিনয়ে তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল; এস আর মজুমদারের ব্রেকআপ থেকে শুরু, অভিনয়ে নিলয় আলমগীর, হিমি; ইমরাউল রাফাতের আমি শুধু চেয়েছি তোমায়, অভিনয়ে জোভান, তটিনী; রাফাত মজুমদার রিংকুর দাঁড়ালে দুয়ারে, অভিনয়ে ইয়াশ রোহান, তটিনী।

ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট এবার ঈদে মুক্তি দেবে মাত্র তিনটি নাটক।

পুলক অনিলের আজান, অভিনয়ে ইরফান, ফারিন খান; জুবায়ের ইবনে বকরের ফায়ার ফাইটার, অভিনয়ে ইরফান সাজ্জাদ ও ফারিন খান; রুবেল আনুষের কানামাছি, অভিনয়ে মুশফিক আর ফারহান ও সাফা কবির।

সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট মুক্তি দেবে সাজ্জাদ হোসেন বাপ্পীর লাভ মি মোর, অভিনয়ে তৌসিফ মাহবুব, নিদ্রা দে নিহা; মুহাম্মদ মোস্তফা কামাল রাজের তোমাদের গল্প, অভিনয়ে জোভান, তটিনী; কে এম সোহাগ রানার অগ্নিশিখা, অভিনয়ে ইয়াশ রোহান, তটিনী। তবে আরো দুটি নাটক মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির কর্ণধার রাজ।

এদিকে গোল্লাছুটে সঠিক কতগুলো নাটক মুক্তি পাবে, সে বিষয়ে এখনো নিশ্চিত করে বলতে পারেননি প্রতিষ্ঠানটির কর্ণধার শাহীন কবির টুটুল।

প্রাসঙ্গিক
মন্তব্য

সংগীতের কৌশল শেখালেন মিলা

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
সংগীতের কৌশল শেখালেন মিলা

পপসংগীত শিল্পী মিলা ইসলাম ক্যারিয়ারে আবার সরব হয়েছেন। কিছুদিন আগেই ফিরেছেন প্লেব্যাকে। এবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী আয়োজিত সংগীত পরিবেশক কৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ক্লাস নিয়েছেন তিনি। মিলা বলেন, দীর্ঘ ক্যারিয়ারে এটি নতুন অভিজ্ঞতা।

এই কর্মশালায় সংগীতের অনেকেই অংশ নিয়েছেন। শ্রোতাদের সঙ্গে শিল্পীদের সংযোগ করার জন্য এই কর্মশালার আয়োজন করা হয়। এখানে একজন শিল্পীকে দর্শকদের কাছে পৌঁছার কৌশল শেখানো হয়। আমার অভিজ্ঞতা সবার সঙ্গে শেয়ার করেছি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ