<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/1. january/10-01-2025/2/kalerkantho-sp-1a.jpg" height="227" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/1. january/10-01-2025/2/kalerkantho-sp-1a.jpg" style="float:left" width="242" />অবিশ্বাস্য! হবেই বা না কেন, বাংলাদেশ ক্রিকেটে যে এমন নজির আর নেই। ক্রিকেট ইতিহাসে শেষ ওভারে ৩০ রান নিয়ে ম্যাচ জয়ের ঘটনা মোটে একটি। গতকাল সিলেটে তাক লাগিয়ে দিলেন নুরুল হাসান সোহান। ফরচুন বরিশালের বোলার কাইল মায়ার্সের লেন্থ বল মিড উইকেট দিয়ে উড়িয়ে রংপুর রাইডার্সকে ঐতিহাসিক জয় এনে দেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের মৌসুমে ছয় ম্যাচ খেলা রংপুরের এটি ষষ্ঠ জয়, যে জয় ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যাডিলেডে ভারতের কাছে বাংলাদেশের হারের দুঃখ ঘুচিয়েছে নুরুলের।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বরিশালের ১৯৮ রান তাড়ায় রংপুরের শেষ ১০ বলে প্রয়োজন ছিল ২৭ রান। জাহানদাদ খানের করা ১৯তম ওভারের শেষ চার বলে ৩ উইকেট হারায় ২০১৭ সালের চ্যাম্পিয়নরা। শেষ ওভারে তাই দরকার ২৬ রান। মায়ার্সকে ছক্কা দিয়ে শুরু, এরপর চার-ছক্কার ঝড় বইয়ে দেন নুরুল। শেষ বলে ২ রান প্রয়োজন পড়লে আবারও ছক্কায় ওড়ান তিনি। ৩ উইকেটের জয়ের পর ২০২২ বিশ্বকাপের অ্যাডিলেডের স্মৃতি সামনে আনলেন নুরুল, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই ম্যাচ জেতানোর পর ওই ম্যাচের কথা মনে পড়ছিল। বিশ্বকাপের মতো জায়গায় ম্যাচটা জেতাতে পারিনি, আফসোস লাগে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সেদিন ৫ বলে ১৯ রানের সমীকরণ মেলাতে গিয়ে ১২ রানের বেশি তুলতে পারেননি নুরুল।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল কঠিন সময়েও বিশ্বাস হারাননি নুরুল, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">“</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যখন ব্যাটিংয়ে নামি, খুশদিল (শাহ) দুটি ছক্কা মারল। ও বলছিল ম্যাচ জেতা সম্ভব। রাব্বি (কামরুল ইসলাম) ভাই যখন বলছিল, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তুমিই খেলো শেষ ছয়টা বল।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এরপর যখন প্রথম বল ছক্কা হলো, আত্মবিশ্বাস বেড়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">”</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তিনটি করে চার-ছয়ে ৭ বলে অপরাজিত ৩২ রানের বিধ্বংসী ইনিংসে প্রতিপক্ষ দলের অধিনায়ক তামিম ইকবালের কাছ থেকেও প্রশংসা পান নুরুল, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">(নুরুল হাসান) সোহানকে কৃতিত্ব দিতে হবে। সে যেভাবে ব্যাট করেছে, অবিশ্বাস্য! শেষ ওভারে ২৬ রান। এমন পরিস্থিতিতে বোলাররা সুবিধা পেয়ে থাকে। সেই জায়গায় সোহানই কৃতিত্ব প্রাপ্য।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শক্তিমত্তার বিচারে এটা ছিল এবারের টুর্নামেন্টে বড় দুই দলের লড়াই। লিগ পর্বের প্রথম ম্যাচে রংপুরের কাছে হারের ক্ষত ভোলার সুযোগ পেয়ে আবার ব্যর্থ বরিশাল। যদিও ব্যাটাররা পথ তৈরি করে দেন। দুই ওপেনার তামিম (৪০) ও নাজমুল হোসেন (৪১) উদ্বোধনী জুটিতে তোলেন ৮১ রান। এই জুটি গড়ার পথে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৮০০০ রান পূর্ণ করেন তামিম। এরপর মায়ার্সের ২৯ বলে ৬১ রানের ঝড়ে ৫ উইকেটে ১৯৭ রান করে বরিশাল। লক্ষ্য তাড়ায় দ্বিতীয় ওভারে অ্যালেক্স হেলসের উইকেট হারিয়ে শুরুতেই ধাক্কা খায় রংপুর। এরপর সাইফ হাসান (২২) ও তৌফিক খান (৩৮) আউট হলে রংপুরকে খেলায় ফেরান দুই পাকিস্তানি ইফতেখার আহমেদ (৪৮) ও খুশদিল (৪৮)। দুজনের ৯১ রানের জুটির পর নুরুলের অমন বিধ্বংসী ইনিংসে রূপকথার জয় পায় রংপুর।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ম্যাচ ছাপিয়ে আলোচনায় হেলস-তামিমের বাগবিতণ্ডা। ম্যাচ শেষে কথার লড়াইয়ে জড়ান দুজন। সৌহার্দ্য বিনিময়ের সময় তামিমকে উদ্দেশ করে হেলস কিছু একটা বলেন বলে জানা যায়। যদিও নুরুল বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এটা আমি কাছ থেকে দেখিনি। যাওয়ার পর বুঝতে পারব কী নিয়ে হয়েছে। আমি ছিলাম না ওখানে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এর আগে বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবাল বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই ধরনের ম্যাচে অনেক আবেগ থাকে। আশা করি, তেমন সিরিয়াস কিছু না। নিশ্চয়ই কিছু একটা বলেছে, যেটার প্রতিক্রিয়া ছিল।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>