<p>ক্রীড়া প্রতিবেদক : ভারতে চলমান খো খো বিশ্বকাপে দারুণ করছে বাংলাদেশ। ছেলেদের ইভেন্টে টানা তিন জয়ে গ্রুপের শীর্ষে এখন বাংলাদেশ। গতকাল দক্ষিণ কোরিয়াকে ১১৯-১০ পয়েন্টে হারিয়েছে ছেলেরা। মেয়েরাও গতকাল ১০৫-১৮ পয়েন্টে টানা দ্বিতীয় ম্যাচ জিতেছে জার্মানির বিপক্ষে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৭৯-১৪ পয়েন্টে হারায় তারা।</p>