ঢাকা, শুক্রবার ২৮ মার্চ ২০২৫
১৪ চৈত্র ১৪৩১, ২৭ রমজান ১৪৪৬

ঢাকা, শুক্রবার ২৮ মার্চ ২০২৫
১৪ চৈত্র ১৪৩১, ২৭ রমজান ১৪৪৬

নতুন উইকেটে খেলবে বাংলাদেশ-ভারত

শেয়ার
নতুন উইকেটে খেলবে বাংলাদেশ-ভারত

প্রথমবার ঘোষিত ১৫ জনের স্কোয়াডে ভারত রেখেছিল চার স্পিনার। পরে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও কুলদিপ যাদবের সঙ্গে যোগ করা হয় বরুণ চক্রবর্তীকে। পঞ্চম স্পিনারকে জায়গা দিতে বাদ দেওয়া হয় বাঁহাতি ওপেনার যশস্বী জয়সওয়ালকে। ভারতের স্কোয়াডে এত স্পিনারের ছড়াছড়ি দেখে সবাই ধারণা করছিল, দুবাইয়ে মন্থর ও নিচু বাউন্সের উইকেটে খেলা হবে।

তবে ভারতীয় সংবাদমাধ্যমের খবর সত্য হলে, বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি ফ্রেশ উইকেটে খেলবে ভারত।

ব্যবহূত কিংবা নতুন উইকেটের প্রসঙ্গটি আসছে, কারণ সম্প্রতি দুবাইয়ে আইএল টি-টোয়েন্টির খেলা হয়েছে। সব মিলিয়ে ১৫টি ম্যাচ হয়েছে এই মাঠে। উইকেটের ওপর দিয়ে যে ধকল গেছে, তা বলার অপেক্ষা রাখে না।

তবে আইসিসির নির্দেশনা মানলে অন্তত দুটি উইকেট অব্যবহূত থাকার কথা। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ‘দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১০টি উইকেট রয়েছে। আইএল টি-টোয়েন্টির লিগ পর্যায়ে বিশেষ নির্দেশনা ছিল যে দুটি উইকেটে যেন কোনো খেলা না হয়। চ্যাম্পিয়নস ট্রফির জন্য তরতাজা রাখতে বলা হয়েছিল ওই দুটি উইকেট।
নক আউট পর্বে দুই উইকেটের কোনোটি ব্যবহার করা হয়েছে কি না, জানা নেই।’

ব্যাটে-বলে তাই সমতা দেখার আশার কথাই বলছে সূত্রটি, ‘মূল ব্যাপার হলো, অতিব্যবহারে উইকেট যাতে মন্থর ও নিচু বাউন্সের না হয় এবং ম্যাচ বিরক্তিকর হয়ে না ওঠে, তা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। তরতাজা উইকেটে ব্যাটার ও বোলাররা সমান সহায়তা পেতে পারে।’ উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি ছাড়াও গ্রুপ পর্বে পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গেও একই মাঠে খেলবে ভারত। পিটিআই

 

মন্তব্য

সম্পর্কিত খবর

টিভিতে

শেয়ার
টিভিতে

ফুটবল

আই লিগ

রাজস্থান ইউনাইটেড-দিল্লি এফসি

সরাসরি, বিকেল ৫টা, সনি টেন ২

বুন্দেসলিগা

লেভারকুসেন-বোখুম

সরাসরি, রাত ১-৩০ মিনিট

সনি টেন ২

টেনিস

মায়ামি মাস্টার্স

সরাসরি, আগামীকাল ভোর ৫টা

সনি টেন ১

প্রাসঙ্গিক
মন্তব্য

টি স্পোর্টস

শেয়ার
টি স্পোর্টস

ক্রিকেট

আইপিএল

চেন্নাই-বেঙ্গালুরু

সরাসরি, রাত ৮টা

প্রাসঙ্গিক
মন্তব্য

মনের সঙ্গে লড়াই তামিমের

শেয়ার
মনের সঙ্গে লড়াই তামিমের

ক্রীড়া প্রতিবেদক : মাত্রই মৃত্যুর দুয়ার থেকে ফেরা তামিম ইকবালের এখন অন্য সংকট। দু-এক দিনের মধ্যে বাসায় ফেরার অপেক্ষায় থাকা বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার যে তাঁর ওপর দিয়ে বয়ে যাওয়া হার্ট অ্যাটাকের ঝড় মেনেই নিতে পারছেন না। তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান ও এভারকেয়ার হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিনিয়র পরামর্শক অধ্যাপক শাহাব উদ্দিন তালুকদার গতকাল সংবাদমাধ্যমকে দিলেন সে খবরই। তিনি অবশ্য তামিমের এই মেনে না নেওয়ার ব্যাপারটিতে যুক্তিও খুঁজে পেয়েছেন, এই বয়সে হার্ট অ্যাটাক হবে, সে এটি কিভাবে মানবে? বয়স তো মাত্র ৩৬ বছর।

মানসিক সংকট যাতে তামিম কাটিয়ে উঠতে পারেন, সে জন্য একজন মনোবিদকে যুক্ত করা হয়েছে বলেও জানিয়েছেন অধ্যাপক শাহাব উদ্দিন, মেনে নেওয়া কঠিন হলেও মানিয়ে নিতে হবে। ওর মানসিক অবস্থার জন্য আমরা একজন কাউন্সেলর সম্পৃক্ত করেছি। এর সঙ্গে কিভাবে মানিয়ে নেওয়া যায়, তা নিশ্চিত করার জন্য কাউন্সেলর তামিমের আতঙ্কের কথাগুলো শুনবেন। এরপর সেই অনুযায়ী নির্দেশনা প্রদান করবেন।

কাউন্সেলিং শুরুও হয়ে গেছে। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। সেই সঙ্গে এখন থেকে তামিমের জীবনযাত্রায় অনেক পরিবর্তন আনারও জোর তাগিদ দিয়েছেন এই চিকিৎসক, লাইফস্টাইল বদলাতে হবে ওকে। ডায়েট, ডিসিপ্লিনএসব বিষয়ে পরিবার এবং তামিমের নিজেরও আমাদের সহযোগিতা করতে হবে।
গতকালই কার্ডিয়াক কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে তামিমকে।

প্রাসঙ্গিক
মন্তব্য

বিশ্বকাপে খেলবে ইরান

শেয়ার
বিশ্বকাপে খেলবে ইরান

জাপানের পর এশিয়ার দ্বিতীয় দল হিসেবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট পেয়েছে ইরান। এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে গত মঙ্গলবার উজবেকিস্তানের মুখোমুখি হয় দলটি। গ্রুপের এই ম্যাচে ২-২ গোলে ড্র করে যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোতে যৌথ আয়োজনে হতে যাওয়া ৪৮ দলের বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ইরান।

এই গ্রুপের যা সমীকরণ তাতে ইরানের বিপক্ষে জিতলে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করত উজবেকিস্তানও।

পয়েন্ট ভাগাভাগি করায় অপেক্ষা বেড়েছে তাদের। ইরানের বিপক্ষে অবশ্য দুইবার এগিয়ে যায় উজবেকিস্তান। তবে লিড ধরে রাখতে পারেনি তারা। মেহেদী তারেমির জোড়া গোলে ড্র করে পাওয়া ১ পয়েন্ট সরাসরি বিশ্বকাপে নিয়ে গেছে ইরানকে।
এএফপি

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ