<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সঞ্চয়পত্রের মুনাফার অর্থ না পেয়ে চরম দুর্ভোগে রয়েছেন বরিশাল অঞ্চলের লক্ষাধিক গ্রাহক। জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও বাংলাদেশ ব্যাংকের সার্ভার ত্রুটির কারণে ২৮ নভেম্বরের পর থেকে মুনাফার অর্থ পাচ্ছেন না তারা। সরকারি তহবিলে নগদ অর্থ জমা রাখা গ্রাহকরা চরম বিপাকে পড়েছেন। এই সমস্যা কখন সমাধান হবে, তা-ও বলতে পারছেন না সংশ্লিষ্ট ব্যক্তিরা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাম প্রকাশ না করার শর্তে বাণিজ্যিক ব্যাংকগুলোর একাধিক কর্মকর্তা বলেন, গত ২৮ নভেম্বরের পর থেকে পরিবার সঞ্চয়পত্র, পেনশনার্স সঞ্চয়পত্রসহ সব ধরনের সঞ্চয় স্কিমের গ্রাহকদের মুনাফার টাকা তাদের ব্যাংক হিসাবে জমা হচ্ছে না। বাণিজ্যিক ব্যাংকগুলো নিয়মিত ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের জন্য তাদের হেড অফিসের মাধ্যমে বাংলাদেশ ব্যাংককে অ্যাডভাইস প্রদান করে যাচ্ছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে মেয়াদ পূর্তির পরও মুনাফাসহ গ্রাহকের ব্যাংক হিসাবে কোনো অর্থই জমা হচ্ছে না। এমনকি সঞ্চয় অধিদপ্তর থেকে যেসব গ্রাহক বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র কিনেছেন, সেখানেও একই বিড়ম্বনা অব্যাহত রয়েছে বলে সঞ্চয় অধিদপ্তরের দায়িত্বশীল সূত্র জানিয়েছে। তবে বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে কিছুই জানা সম্ভব হয়নি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে মাসের শেষ ও শুরুতে মুনাফার অর্থ না পেয়ে বরিশাল অঞ্চলের বিপুলসংখ্যক মানুষের দুর্ভোগের কোনো শেষ নেই। বিশেষ করে পরিবার সঞ্চয়পত্র ও পেনশনার সঞ্চয়পত্রের বেশির ভাগ গ্রাহকই সরকারি তহবিলে জমাকৃত টাকার মাসিক মুনাফা দিয়েই তাদের পরিবারের ব্যয় নির্বাহ করে থাকেন। কিন্তু সময়মতো তা না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন গ্রাহকরা।</span></span></span></span></span></p> <p> </p> <p> </p>