<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুই সপ্তাহ পর বাসযাত্রীদের দুর্ভোগের অবসান হয়েছে। পার্বতীপুর থেকে চার রুটে গত শনিবার বিকেল থেকে বাস চলাচাল শুরু হয়েছে। তবে গতকাল রবিবার থেকে পুরোপুরি বাস চলাচল করতে দেখা গেছে। বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠন সূত্র জানায়, বাস মালিক সমিতির দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের জেরে সরাসরি বাস চলাচল বন্ধ ছিল দুই সপ্তাহ। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে দুই পক্ষের দ্বন্দ্ব অবসান হলে বাস চলাচল স্বাভাবিক হয়। যে রুটগুলো বন্ধ থাকার পর চালু হলো সেগুলো হলো পার্বতীপুর থেকে সৈয়দপুর, পার্বতীপুর থেকে ফুলবাড়ী, পার্বতীপুর থেকে রংপুর ও পার্বতীপুর থেকে দিনাজপুর। গত বছরের ১৮ ডিসেম্বর থেকে বাস চলাচল বন্ধ ছিল।</span></span></span></span></span></p>