<p>নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ব্যবসায় বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।</p> <p>বুধবার (২০ নভেম্বর) বিকেলে বাউয়েটের ভার্সিটির সেন্ট্রাল লেকচারার হলে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।</p> <p>অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘এই শিক্ষা জীবনে তোমরা যতটুকু জ্ঞান অর্জন করেছো, তা ভবিষতে তোমাদের কর্মজীবনে সফলতা লাভ করবে। তোমাদের মেধা ও জ্ঞানের মাধ্যমে সমাজ, রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তোমরা আগামী দিনের ভবিষৎ। তোমরা সৎ ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবে। তাহলে জীবনে অনেক দুরে পৌঁছাতে পারবে বলে বিশ্বাস করি।’ </p> <p>অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুজ্জামান। এছাড়াও ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক সায়মা আশরাফী, সকল শিক্ষক-শিক্ষিকা এবং ১০ম ব্যাচের ব্যাচ এডভাইজার ইফতেখার মাহমুদ জিয়াদসহ শিক্ষার্থীরা।</p>