ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫
৫ চৈত্র ১৪৩১, ১৮ রমজান ১৪৪৬

ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫
৫ চৈত্র ১৪৩১, ১৮ রমজান ১৪৪৬
বাংলাদেশের স্বাস্থ্যসেবায় নতুন যুগের সূচনা

টঙ্গীতে ‘সুখী সেবা কেন্দ্র’র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
টঙ্গীতে ‘সুখী সেবা কেন্দ্র’র উদ্বোধন

দেশের প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশন্স (GDHS) এবং তুর্কিস কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি (TIKA) যৌথভাবে ‘সুখী সেবা কেন্দ্র’ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে আজ সকাল ১০টায় টঙ্গীর তনিমা মেডিসিন হাউসে TIKA এর সহায়তায় প্রথম ‘সুখী সেবা কেন্দ্র’ উদ্বোধন করা হয়।

বাংলাদেশের স্বাস্থ্যখাত বর্তমানে নানান চ্যালেঞ্জের মুখোমুখি। বর্তমানে প্রতি ৬,৫৭৯ জন রোগীর জন্য মাত্র একজন চিকিৎসক এবং ২৩,০০০ জন রোগীর জন্য একজন মেডিকেল টেকনোলজিস্ট রয়েছেন।

দেশের ৬১% জনগোষ্ঠী গ্রামে বসবাস করলেও, মাত্র ২৫% স্বাস্থ্যকর্মী গ্রামীণ স্বাস্থ্যসেবায় নিয়োজিত। পাশাপাশি, অসংক্রামক রোগে (NCDs) মৃত্যুর হার ৬০% বৃদ্ধি পেয়ে বর্তমানে মোট মৃত্যুর ৭০% পৌঁছেছে। এছাড়া, স্বাস্থ্যসেবার ব্যয়ও ক্রমাগত বাড়ছে। ২০০০ সালে যেখানে পরিবারের মাত্র ১৫% আয়ের ১০% স্বাস্থ্যখাতে ব্যয় করত, ২০১৬ সালে তা বেড়ে ২৪%-এ দাঁড়িয়েছে।

এই সংকট মোকাবিলায় GDHS অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তি ও বিশ্বমানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার লক্ষ্যে কাজ করছে। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ‘সুখী চালু করা হয়েছে। “স্বাস্থ্যসেবার সব সমাধান” স্লোগানকে সামনে রেখে সুখী সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘সুখী সেবা কেন্দ্র’ চালু করা হয়েছে।

এই কেন্দ্রগুলোর মাধ্যমে রোগীরা পাবেন ২০ টাকায় ইনস্ট্যান্ট ডাক্তার পরামর্শ, বিশিষ্ট চিকিৎসকদের পরামর্শ ও বিশেষজ্ঞ সেবা, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সহায়তা, ডায়াগনস্টিক ও পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা প্যাকেজ, নিকটস্থ সার্জারি রেফারেল এবং বিদেশে উন্নত চিকিৎসার পরামর্শ ও সহায়তা। প্রাথমিকভাবে ৫,০০০ ফার্মেসির সঙ্গে সুখী সেবা কেন্দ্রের অংশীদারিত্ব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যা দীর্ঘমেয়াদে ৫০,০০০ ফার্মেসিতে সম্প্রসারণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি টঙ্গীতে প্রথম ‘সুখী সেবা কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশন্স-এর পক্ষ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) ড. আহমেদ আরমান সিদ্দিকী, প্রধান টেকনোলজি অফিসার (CTO) মোহাম্মদ সোলায়মান রাসেল, পার্টনারশিপ লিড, আন্তর্জাতিক সম্পর্ক ডা. ফাহরীন হান্নান। তুর্কিস কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি (TIKA)-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক সেভকি মারথ বারিস, মুহাম্মদ আলী আর্মগান, সহকারী সমন্বয়ক এবং পরিচালকের সহকারী মনজুর এলাহী।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সুখী সেবা কেন্দ্রের মাধ্যমে সারাদেশে আধুনিক ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার যাত্রা শুরু হলো। আগামী দিনে এই উদ্যোগ দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তারা।

মন্তব্য

সম্পর্কিত খবর

সনির গুলশানের অফিশিয়াল স্টোর উদ্বোধন উপলক্ষে আকর্ষণীয় অফার

প্রেস বিজ্ঞপ্তি
প্রেস বিজ্ঞপ্তি
শেয়ার
সনির গুলশানের অফিশিয়াল স্টোর উদ্বোধন উপলক্ষে আকর্ষণীয় অফার
সংগৃহীত ছবি

জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনির অফিশিয়াল স্টোর এখন রাজধানীর গুলশানের হাবিব সুপার মার্কেটের দ্বিতীয় তলায়। শোরুমটি পরিচালনা করবে বাংলাদেশে সনি’র অফিশিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেড (সনি-স্মার্ট)। 

বুধবার (১৯ মার্চ) সকালে যৌথভাবে ফিতা কেটে শোরুমটির শুভ উদ্বোধন ঘোষণা করেন স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেডের চেয়ারম্যান জনাব মোহা. মাজহারুল ইসলাম এবং সনি ইন্টারন্যাশনাল (প্রা.) লি. বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরএমডিসি সনি’র ম্যানেজার জনাব ভিনসেন্ট টে এবং এক্সিকিউটিভ ভ্যালেরি জিঙ্গুয়ান ঊ, সনি-স্মার্ট পরিচালক মো. তানভীর হোসাইন, হেড অব সেলস ও মহাব্যবস্থাপক মো. সারোয়ার জাহান চৌধুরী, হেড অব মার্কেটিং ও উপ-মহাব্যবস্থাপক জনাব আজাদ রহমান, এবং ইকো ব্যাটারিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মুনীর চৌধুরী।

অনুষ্ঠানে জানানো হয়, গুলশানে অফিশিয়াল স্টোর চালু উপলক্ষে সনি’র সকল পণ্যে অত্যাকর্ষণীয় অফার পাচ্ছেন গ্রাহকেরা। এর মধ্যে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্রথম ২০ জন গ্রাহক ৩ লাখ ৪৬ হাজার ৯০০ টাকার ৫৫ ইঞ্চি সনি এক্সআর-৫৫এ৮০এল ওলেড টিভি নিতে পারছেন মাত্র ১ লাখ ৭০ হাজার টাকায়, ২ লাখ ৬১ হাজার ৯০০ টাকা মূল্যের কে-৬৫এস৩০ মডেলের টিভি মিলছে মাত্র ১ লাখ ৫০ হাজার টাকায় এবং ৬ লাখ ৫ হাজার ৯০০ টাকার কে৮৫এস৩০ মডেলের ৮৫ ইঞ্চি টিভি পাচ্ছেন মাত্র ৩ লাখ ৫০ হাজার টাকায়। এ ছাড়া ঈদুল ফিতর উপলক্ষে জাপানের বিশ্বখ্যাত সনি-ব্রাভিয়া সিরিজের গুগল টিভি, জাপানের আরেক বিশ্বখ্যাত ব্র্যান্ড শার্পের রেফ্রিজারেটর, ফ্রিজ এবং স্মার্ট এলইডি টিভি, ফ্রিজ ও ডিপ-ফ্রিজ, এয়ার কন্ডিশনসহ সনি-স্মার্টের সব পণ্য আকর্ষণীয় মূল্যে কেনার সুবিধা তো থাকছেই। আরও থাকছে মডেল-ভেদে টিভির সাথে স্মার্ট ব্র্যান্ডের এয়ার কন্ডিশনার, এয়ার কুলার ও রিচার্জেবল ফ্যান জিতে নেওয়ার সুযোগ।

গুলশানে সনি’র অফিসায়াল স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে সনি ইন্টারন্যাশনাল (প্রা.) লি. বাংলাদেশ শাখার প্রধান জনাব রিকি লুকাস বলেন, “স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেড বাংলাদেশে সনি’র পণ্য বাজারজাতকরণে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এখন থেকে তাদের তত্ত্বাবধানে গুলশানে চলবে সনি’র অফিশিয়াল স্টোর। এখান থেকে রাজধানীর বাসিন্দারা খুব সহজেই সনি’র সব ধরনের ইলেকট্রনিক্স পণ্যগুলো পাবেন একদম হাতের নাগালে। আমি স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেডের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

এ সময় স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেডের চেয়ারম্যান মোহা. মাজহারুল ইসলাম বলেন, “দেশের ইলেকট্রনিক্স পণ্যের বাজারে প্রবেশের পর থেকেই গ্রাহকদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে সনি-স্মার্ট। অল্প সময়ের ব্যবধানে সারা দেশে কাস্টমার-ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক গড়ে তুলেছি আমরা। এসব সম্ভব হচ্ছে আমাদের সুদৃঢ় ব্যবসায়িক নীতির কারণে। আসল পণ্যের সাথে সঠিক মূল্যে প্রকৃত সেবার নিশ্চয়তা দিচ্ছি আমরা। আমাদের সঙ্গে যৌথ পথচলার মাধ্যমে বাংলাদেশের বাজারে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র প্রতি ক্রেতাদের আস্থা ও বিশ্বাস অন্যান্য সময়ের তুলনায় অনেক বেড়েছে।

ফলে দেশের ইলেকট্রনিক্স পণ্যের ক্রেতাদের হৃদয়ে উল্লেখযোগ্য অবস্থান গড়ে নিয়েছে সনি-স্মার্ট।”

সনি ব্র্যান্ড-লাভারদের বিভিন্ন অননুমোদিত উৎস থেকে নকল কিংবা রিফারবিশড পণ্য ক্রয় না করে, সর্বদা জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রাইস, জেনুইন সার্ভিস, সাথে জেনুইন কেয়ার আর জেনুইন প্যাশনের নিশ্চয়তায় সেবা পেতে, সনি-স্মার্ট শোরুম থেকে পণ্য ক্রয়ের আহ্বানও জানান তিনি।

উল্লেখ্য, বাংলাদেশে আইসিটি পণ্য বাজারজাতকারী শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। দেশের বাজারে বিশ্বের প্রায় ১০০টিরও অধিক ব্র্যান্ডের আইসিটি পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। ২০২১ সালের ২৬ নভেম্বর জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনি’র ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বাংলাদেশে বাজারজাত করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, দেশব্যাপী পরিচিতি সনি-স্মার্ট নামে। বর্তমানে সারা দেশে ২৮টি নিজস্ব শোরুম, ২১০টিরও বেশি পার্টনার শোরুম ও আড়াই হাজারের বেশি আইটি পার্টনারদের মাধ্যমে জি-ফাইভ নিশ্চয়তায় পণ্য সরবরাহ করছে সনি-স্মার্ট। দ্রুত সময়ের শোরুম সংখ্যা অর্ধশতকের মাইলফলক পেরুবে বলেও জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

প্রাসঙ্গিক
মন্তব্য

ভিস্তানেক্স হোল্ডিংস লিমিটেডের রিয়েল এস্টেট খাতে যাত্রা শুরু

প্রেস বিজ্ঞপ্তি
প্রেস বিজ্ঞপ্তি
শেয়ার
ভিস্তানেক্স হোল্ডিংস লিমিটেডের রিয়েল এস্টেট খাতে যাত্রা শুরু
সংগৃহীত ছবি

ভিস্তানেক্স হোল্ডিংস লিমিটেড (ভিএইচএল) আনুষ্ঠানিকভাবে রিয়েল এস্টেট খাতে প্রবেশ করেছে। সম্প্রতি, বসুন্ধরা আবাসিক এলাকায় নিজস্ব অফিসে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কম্পানিটি এ ঘোষণা দেয়। এ সময় ভিএইচএল-এর লোগো উন্মোচন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. শরীফুল আলম এবং ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার শেখ আসিফুর রহমান। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিরেক্টর আবু আল মোতালিব রাজু, ডিরেক্টর রাজিব রায়হান, ডিরেক্টর শেখ আশিকুর রহমান, ব্যবসায়িক ইউনিট প্রধানগণ, নির্বাহী কর্মকর্তারা এবং অন্যান্য সম্মানিত অতিথিরা।

ভিএইচএল-এর রিয়েল এস্টেট খাতে উদ্ভাবনী, টেকসই এবং গ্রাহককেন্দ্রিক সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। আধুনিক, দক্ষ, যুগোপযোগী এবং পরিবেশবান্ধব আবাসনের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ভিএইচএল সেই চাহিদা পূরণের লক্ষ্যে এমন প্রকল্প নিয়ে আসছে যা আধুনিক জীবনধারার প্রয়োজনীয়তা পূরণসহ নিশ্চিত করবে পরিবেশের প্রতি দায়িত্বশীলতা। যারা রেসিডেন্সিয়াল কিংবা কমার্শিয়াল বিল্ডিং নির্মাণে হাই কোয়ালিটি মেটারিয়াল, হাই লিভিং স্ট্যান্ডার্ড, সময়মতো প্রকল্প হস্তান্তর অথবা নিখুঁত নির্মাণশৈলীকে বিবেচনায় রাখেন তাদের জন্য ভিএইচএল হতে যাচ্ছে একটি আদর্শ নাম।

প্রতিষ্ঠানটির নেতৃত্বদানকারী ব্যক্তিরা দীর্ঘ ২২ বছর ধরে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে ও প্রকৌশল খাতে সুপ্রতিষ্ঠিত, যা ভিএইচএল-এর প্রকল্পগুলোকে আরো নির্ভরযোগ্য ও মানসম্পন্ন করে তুলবে।

ভিএইচএল, ট্রাইটেক বিল্ডিং সার্ভিসেস লিমিটেডের একটি সিস্টার কনসার্ন হিসেবে আত্মপ্রকাশ করেছে। ট্রাইটেকের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতার ভিত্তিতে, ভিএইচএল টেকসই, পরিবেশবান্ধব এবং আধুনিক আবাসন প্রকল্প বাস্তবায়নে আরো একধাপ এগিয়ে নিবে। 

অনুষ্ঠানে ভিএইচএল-এর চেয়ারম্যান মো. শরীফুল আলম বলেন, "আমাদের লক্ষ কেবলমাত্র আবাসন নির্মাণ নয়, বরং পরিবেশবান্ধব ও টেকসই সমাধান নিয়ে আসা। আমরা আমাদের প্রকল্পগুলোর মাধ্যমে রিয়েল এস্টেট শিল্পে নতুন সম্ভাবনা তৈরি করতে চাই, যেখানে গ্রাহকের স্বপ্ন পূরণ হবে এবং প্রকৃতির সুরক্ষা নিশ্চিত করা হবে।

"
ভিএইচএল-এর এ নতুন যাত্রা দেশের রিয়েল এস্টেট শিল্পে একটি নতুন মাত্রা যোগ করবে। পরিবেশবান্ধব, শক্তি-দক্ষ ও আধুনিক প্রযুক্তিনির্ভর আবাসন তৈরির মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের আবাসন খাতে নতুন মানদণ্ড স্থাপন করবে।

মন্তব্য

এবার ওয়ালটন ডিপ ফ্রিজ কিনে মিলিয়নেয়ার হলেন সিলেটের কাওসার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
এবার ওয়ালটন ডিপ ফ্রিজ কিনে মিলিয়নেয়ার হলেন সিলেটের কাওসার
ওয়ালটন ডিপ ফ্রিজ কিনে পাওয়া ১০ লাখ টাকার চেক ক্রেতা কাওসার আহমেদের হাতে তুলে দেন চিত্রনায়ক আমিন খান। ছবি : কালের কণ্ঠ

এবার দেশের নম্বর ওয়ান ব্র্যান্ড ওয়ালটনের ডিপ ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন সিলেটের কানাইঘাটের কাওসার আহমেদ। ওয়ালটনের কাছ থেকে পেয়েছেন ১০ লাখ টাকা। দেশজুড়ে চলমান ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এ ঘোষিত ‘আবারও মিলিয়নিয়ার’ অফারের আওতায় এই সুবিধা পান তিনি।

এর আগে সিজন-২২ এ ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হয়েছেন ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির, নেত্রকোনার খোকন মিয়া এবং ঢাকার ক্ষুদ্র ব্যবসায়ী আলী মর্তুজা।

গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে সিলেটের কানাইঘাট থানা রোডে ওয়ালটন প্লাজা সংলগ্ন মাঠে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সৌভাগ্যবান ক্রেতা কাওসারের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খান।

আসন্ন ঈদ উৎসবকে সামনে রেখে ‘দেশজুড়ে তোলপাড়, ওয়ালটন পণ্য কিনে হতে পারেন আবারও মিলিয়নিয়ার’ স্লোগানে সারা দেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২। এর আওতায় চলতি বছরের ঈদুল আজহা পর্যন্ত দেশের যেকোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এ ছাড়া আছে লাখ লাখ টাকার ক্যাশ ভাউচারসহ নিশ্চিত উপহার।

ক্যাম্পেইনের এই সুবিধার আওতায় চলতি মাসের ৫ তারিখ কানাইঘাটের ওয়ালটন প্লাজা থেকে ২৫ হাজার ৫০০ টাকা দিয়ে একটি ডিপ ফ্রিজ কেনেন কাওসার। ফ্রিজটি কেনার পর তার নাম, মোবাইল নম্বর এবং ক্রয়কৃত ফ্রিজের মডেল নম্বর ডিজিটাল রেজিস্ট্রেশন করা হয়। এর কিছুক্ষণ পরই তার মোবাইলে ওয়ালটনের কাছ থেকে ১০ লাখ টাকা পাওয়ার একটি মেসেজ যায়। ঈদের আগে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেয়ে কাওসারের পরিবার মহাখুশি।

চেক হস্তান্তর অনুষ্ঠানে কাওসার আহমেদ বলেন, ‘ওয়ালটন ফ্রিজ কেনার সুবাদে এবারের ঈদ হবে আমার পরিবারের সবচেয়ে সেরা ঈদ। ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক, চিফ ডিভিশনাল অফিসার সুমন মিয়া, ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার মাকসুদ আলম, রিজিওনাল সেলস ম্যানেজার সাহাদাত হোসেন, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার তৌহিদ বিন মনোয়ার ও প্লাজা ম্যানেজার আমিনুল ইসলাম প্রমুখ।

প্রাসঙ্গিক
মন্তব্য

হাইড্রেশন ও গ্লোয়িং স্কিনের নতুন ইনোভেশন ভ্যাসলিন ‘গ্লুটা হায়া’

প্রেস বিজ্ঞপ্তি
প্রেস বিজ্ঞপ্তি
শেয়ার
হাইড্রেশন ও গ্লোয়িং স্কিনের নতুন ইনোভেশন ভ্যাসলিন ‘গ্লুটা হায়া’
সংগৃহীত ছবি

ইউনিলিভার বাংলাদেশ নিয়ে এসেছে স্কিন কেয়ারে নতুন যুগান্তকারী ইনোভেশন—ভ্যাসলিন ‘গ্লুটা হায় ‘ সিরাম-ইন-লোশন। বাংলাদেশের আবহাওয়ায় ত্বকের সঠিক যত্ন নেওয়া চ্যালেঞ্জিং। রুক্ষ, শুষ্ক কিংবা অতিরিক্ত তৈলাক্ত ভাবের সমাধানে ভ্যাসলিন গ্লুটা হায়া সারা বছর ত্বককে আর্দ্র ও উজ্জ্বল রাখবে।

এই সিরাম-ইন-লোশন লাইটওয়েট ও নন-স্টিকি ফর্মুলায় তৈরি, যা ত্বকের গভীরে গিয়ে ময়েশ্চার লক করে দেয় ইনস্ট্যান্ট গ্লো ।

এতে আছে স্কিন ব্রাইটেনিং ও হাইড্রেটিংয়ের অনন্য উপাদান গ্লুটাথিয়ন, হায়ালুরোনিক এসিড,  নায়াসিনামাইড ও প্রো-রেটিনল, যা ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বৃদ্ধি, দাগ হালকা ও ময়েশ্চার লক করে ত্বককে করবে গ্লোয়িং। যা প্রথম ব্যবহারেই গ্লো করবে চোখে পড়ার মতো।

ভ্যাসলিন গ্লুটা হায়ার দুটি ভ্যারিয়েন্ট ‘ডিউই রেডিয়েন্স’ ও ‘ফ্ললেস গ্লো’, যা ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী ত্বকের যত্ন নিশ্চিত করবে। বিশ্বস্ত ব্র্যান্ড ভ্যাসলিনের এই অত্যাধুনিক ফর্মুলা এখন দেশব্যাপী সুপারশপ, কসমেটিকস স্টোর এবং অনলাইন প্ল্যাটফরমে পাওয়া যাচ্ছে।

নিয়মিত ব্যবহারে এটি হয়ে উঠতে পারে আপনার স্কিন কেয়ারের প্রধান হাতিয়ার।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ