<p>কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রাইভেটকারের ধাক্কায় এক চা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত  ব্যবসায়ী নাম আবু সাইদ বাবু (৫৫)। তিনি লালমনিরহাট সদর উপজেলার সাপটানা গ্রামের আবুল কাশেমের ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শেখ হাসিনা ধরলা সেতুর পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।</p> <p>আজ বুধবার বিকেল সাড়ে তিনটায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ব্যবসায়ী নাম আবু সাইদ বাবু (৫৪)। তিনি লালমনিরহাট সদর উপজেলার সাপটানা গ্রামের আবুল কাশেমের ছেলে।</p> <p>জানা গেছে, নিহত আবু সাইদ বাবু ফুলবাড়ী উপজেলার হাটবাজারের দোকানে দোকানে খোলা ও প্যাকেট চা-পাতা সরবরাহ করেন। মঙ্গলবার রাতে দোকানদারদের কাছ থেকে বকেয়া টাকা উত্তোলন করে ইলেকট্রিক চার্জার বাইকযোগে বাড়ি ফিরছিলেন তিনি। পথে উপজেলার শেখ হাসিনা ধরলা সেতু এলাকায় একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে স্বজনরা রাতেই তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল সাড়ে তিনটায় তার মৃত্যু হয়।</p> <p>ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রানকৃষ্ণ দেবনাথ জানান, ঘাতক প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। নিহতের মামা গোলাম রব্বানী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।</p>