<p>সিরাজগঞ্জ কারাগারে মো. পাপ্পু (৩০) নামের মাদক ও মারামারি মামলার এক আসামি আত্মহত্যা করেছেন। শুক্রবার (৯ আগস্ট) সকালে এ ঘটনা ঘটনা ঘটে। নিহত পাপ্পু শহরের ধানবান্দি মহল্লার আবুল হোসেনের ছেলে।</p> <p>সিরাজগঞ্জ কারাগারের সুপার এস এম কামরুল হুদা জানান, আসামি পাপ্পু ২০২৩ সালের ৩০ মে কারাগারে আসে। তার বিরুদ্ধে মাদক (হেরোইন) ও মারামারির দুটি মামলা ছিল। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে কারাগারের বাথরুমে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে অন্য বন্দিরা উদ্ধার করেন।</p> <p>তিনি আরো বলেন, শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়া হলে সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে নিহতের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।</p>