<p>সিরাজগঞ্জ সদর উপজেলায় একটি নির্মীয়মাণ মসজিদ থেকে দুইটি শটগান, ১৬ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৮ সেপ্টেম্বর) বাগবাটি ইউনিয়নের ফুলকোচা গ্রামের একটি মসজিদের সিঁড়ি থেকে এসব উদ্ধার করা হয়।</p> <p>সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, দুইটি শটগান, ১৬ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করে থানায় রাখা হয়েছে। শটগান দুইটির মধ্যে একটি অত্যাধুনিক শটগান রয়েছে। এগুলো পুলিশের লুট হওয়া অস্ত্র নাকি অন্য কোনো অস্ত্র সেটি এখনই বলা যাচ্ছে না। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।</p>