<p>বেনাপোল এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন তুলে নেওয়ার খবরে রবিবার (৩ নভেম্বর) রাজবাড়ীতে খুলনাগামী সুন্দরবন ও  ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস আটকে দিয়ে বিক্ষোভ করেছে জেলা ছাত্রদল। এ দিন বেলা সোয়া ১১টার দিকে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের নেতৃত্বে রাজবাড়ী রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্লাট ফর্মে ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে লাইনের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। পরে তারা ১ নম্বর প্লাটফর্মে থাকা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস আটকে দিয়ে রেললাইনে বসে বিক্ষোভ করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="টিএসসিতে শেখ হাসিনা ও কাদেরের ফাঁসি সোমবার!" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/03/1730636092-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>টিএসসিতে শেখ হাসিনা ও কাদেরের ফাঁসি সোমবার!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/11/03/1442293" target="_blank"> </a></div> </div> <p>এ সময় তারা স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন রাজবাড়ী থেকে তুলে নেওয়া হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়ে রেললাইন থেকে সরে আসলে ৪৫ মিনিট পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল।</p> <p>এদিকে, বিক্ষোভের কারণে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ২০ মিনিট এবং মধুমতি এক্সপ্রেস ট্রেন নির্দিষ্ট সময়ে চেয়ে ৩৫ মিনিট পরে ছেড়ে যায়। গত শনিবার রাতে একই দাবিতে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে রাজবাড়ী এক্সপ্রেস আটকে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।</p>