<p style="text-align:justify">হামলা, ভাঙচুর ও নাশকতার ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪৩ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।</p> <p style="text-align:justify">আজ মঙ্গলবার নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এই আদেশ দেন।</p> <p style="text-align:justify">আদালত ও দলীয় সূত্রে জানা যায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দলটির নেতাকর্মীরা ২০১৮ সালের ২৫ ডিসেম্বর দুপুরে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা বিএনপির কার্যালয়ে সভা করছিলেন। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়ে কার্যালয়ে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করেন।</p> <p style="text-align:justify">ওই ঘটনায় গত ২০ সেপ্টেম্বর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে খালিয়াজুরী থানায় মামলা করা হয়। খালিয়াজুরী উপজেলা যুবদল নেতা মাইনুল ইসলাম তালুকদার বাদী হয়ে এ মামলা করেন।</p> <p style="text-align:justify">আজ ওই মামলার ৪৪ জন আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত ৪৩ জনের জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। </p> <p style="text-align:justify">আদালতে হাজির হওয়া অন্য আসামি সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান জামিন পান। এজলাস থেকে বের করে কারাগারে নেওয়ার সময় আদালত প্রাঙ্গণে আসামিরা ‘জয় বাংলা’ স্লোগান দেন।</p>