ঢাকা, মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫
১১ চৈত্র ১৪৩১, ২৪ রমজান ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫
১১ চৈত্র ১৪৩১, ২৪ রমজান ১৪৪৬

ফেনীতে পিকআপের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৫

ফেনী প্রতিনিধি
ফেনী প্রতিনিধি
শেয়ার
ফেনীতে পিকআপের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৫
ফেনীতে পিকআপের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা

ফেনীতে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের পেছনে ধাক্কা দিলে পাঁচজন ঢালাই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় ১৩ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজিয়া মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ।

আহত শ্রমিকরা জানিয়েছেন, তারা চট্টগ্রামের বাঁশবাড়িয়া এলাকায় ছাদ ঢালাইয়ের কাজ শেষ করে ফেনী ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

হতাহতদের সবাই ফেনী শহরের সুলতানপুর এলাকায় থাকতেন। তাদের বাড়ি ভোলা ও রংপুর এলাকায় বলে জানা গেছে।

ফেনী হাইওয়ে পুলিশের ওসি হারুন অর রশিদ জানান, লেমুয়া ব্রিজের পাশে হাফেজিয়া মাদ্রাসার সামনে দাড়াঁনো পিকআপ ভ্যানের পিছন থেকে কার্ভার ভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৫ জন মারা যায়।

মন্তব্য

সম্পর্কিত খবর

সখীপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
শেয়ার
সখীপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
সংগৃহীত ছবি

টাঙ্গাইলের সখীপুরে পল্লী চিকিৎসকের চেম্বারে এক নারী রোগীকে ধর্ষণের অভিযোগে উঠেছে। ওই চিকিৎসকের নাম মঞ্জুরুল ইসলাম মজনু (৫১)।

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে সোমবার (২৪ মার্চ) রাতে সখীপুর থানায় ধর্ষণ মামলা করেছেন। অভিযুক্ত মজনু উপজেলার মহানন্দপুর গ্রামের আজহার আলীর ছেলে।

তিনি ওই বাজারের মাহমুদা ফার্মেসির স্বত্বাধিকারী।

আরো পড়ুন
নয়াপল্টনে পুলিশ-শ্রমিক সংঘর্ষ, আহত তিন কনস্টেবল

নয়াপল্টনে পুলিশ-শ্রমিক সংঘর্ষ, আহত তিন কনস্টেবল

 

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (২৩ মার্চ) ইফতারের পর ওই গৃহবধূ (৪২) শারীরিকভাবে অসুস্থ হলে চিকিৎসক মজনু মিয়ার চেম্বারে আসেন। ওই চিকিৎসক তারাবি নামাজের পর তাকে চিকিৎসা দেবেন বলে চেম্বারে বসতে বলেন।

ভুক্তভোগী গৃহবধূ বলেন, ‘তারাবি নামাজে বেশ সময় লাগলেও ওই চিকিৎসক খুব দ্রুত নামাজ শেষ করে চলে আসেন।

এরপর দোকানে এসে সাটার নামিয়ে স্যালাইন পুশ করার নামে মুখ চেপে ধরে আমাকে ধর্ষণ করেন।’

আরো পড়ুন
মানবতাবিরোধী অপরাধে ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মানবতাবিরোধী অপরাধে ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

 

দুই সন্তানের জননী ওই গৃহবধূ আরো বলেন, ‘ঘটনার পর অভিযুক্ত ওই চিকিৎসক আমাকে নানাভাবে ভয়ভীতি দেখান। আমি শারীরিকভাবে অসুস্থ হলে পরিবারের কাছে বিষয়টি জানাই। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।

অভিযুক্ত পল্লী চিকিৎসকের পরিবার জানায়, তাকে চক্রান্ত করে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।

সখীপুর থানার ওসি মো. জাকির হোসেন বলেন, ‘ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

মন্তব্য

ট্রান্সফরমার চুরির অভিযোগে যুবদল-ছাত্রদলের ৪ নেতাকর্মী আটক

নাটোর প্রতিনিধি
নাটোর প্রতিনিধি
শেয়ার
ট্রান্সফরমার চুরির অভিযোগে যুবদল-ছাত্রদলের ৪ নেতাকর্মী আটক
ছবি: কালের কণ্ঠ

নাটোরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগে ছাত্রদল ও যুবদলের ৪ সদস্যকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। রবিবার দিবাগত রাত ১২টার দিকে সিংড়ার চলনবিল উত্তর দমদম এলাকা থেকে ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে তাদের আটক করে জনতা। 

আটকরা হলেন, বড় চৌগ্রাম এলাকার মৃত মোজাহার আলীর ছেলে এবং যুবদল কর্মী সোহাগ (৩৭), একই এলাকার কুদ্দুস মণ্ডলের ছেলে এবং ছাত্রদল কর্মী সালমান (২২), ছোট চৌগ্রাম এলাকার আনসার আলীর ছেলে এবং যুবদল কর্মী রায়হান, (৩৫) একই এলাকার হীরকের ছেলে এবং যুবদল কর্মী আলামিন (২৫)। 

তাদের ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগে ছাত্র সমন্বয়ক উদয়, মিজান ও আদনানকে আটক করা হয়।

বিএনপির আহ্বায়ক দাউদার মাহমুদ জানান, অপরাধী অপরাধীই। দলীয় পরিচয় ব্যবহার করে কেউ যদি এই ধরনের কর্মকাণ্ড করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সিংড়া উপজেলার চলনবিলের মধ্যে উত্তর দমদম এলাকায় একটি বৈদ্যুতিক সেচ পাম্পের কাছ থেকে ট্রান্সফরমার খুলছিল ওই চোর চক্রের সদস্যরা। স্থানীয়রা বুঝতে পেরে তাদের ধাওয়া দিয়ে ধরে ফেলে।

এ সময় তাদের কাছ থেকে ট্রান্সফরমার চুরির বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। পরে স্থানীয় জনতা গণধোলাই দেওয়ার সময় পুলিশ এসে ওই চোর চক্রের ৪ সদস্যকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। এ সময় তাদের ছাড়িয়ে নিতে ছাত্র সমন্বয়ক নামধারীরা পুলিশের ওপর হামলা চালায়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই ৪ চোরকে আটক করে থানা নিয়ে আসে।

পরে তাদের চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি। 

প্রসঙ্গত, নাটোরের চলনবিলসহ বিভিন্ন এলাকায় গত কয়েক মাসে শতাধিক ট্রান্সফরমার ও দেড় শতাধিক সেচ পাম্প চুরির ঘটনা ঘটেছে।
 

মন্তব্য

মানিকগঞ্জের আরিচা-কাজীরহাট নৌ রুটে স্পিডবোট চলাচল বন্ধ

আঞ্চলিক প্রতিনিধি, মানিকগঞ্জ
আঞ্চলিক প্রতিনিধি, মানিকগঞ্জ
শেয়ার
মানিকগঞ্জের আরিচা-কাজীরহাট নৌ রুটে স্পিডবোট চলাচল বন্ধ
ছবি : কালের কণ্ঠ

চালকদের মারধরের প্রতিবাদে মানিকগঞ্জের আরিচা-কাজীরহাট নৌ রুটে স্পিডবোট চলাচল বন্ধ করেছেন চালকরা। আজ মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১১টা থেকে এই নৌ রুটে স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়। এতে দেশের পশ্চিমাঞ্চলের ঈদে ঘরমুখো যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। এ সময় যাত্রীরা বাধ্য হয়ে ফেরি ও লঞ্চ দিয়ে নদী পার হচ্ছে।

মারধরের বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত স্পিডবোট চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন চালকরা।

কোস্ট গার্ডের হাতে মারধরে আহত ফয়সাল ও রাসেল শেখ নামের দুই চালক বলেন, ‘দ্রুত সময়ে নদী পার হওয়ার জন্য পশ্চিমাঞ্চলে যাত্রীরা অন্য নৌযানের পরিবর্তে স্পিডবোটে যাতায়াত করতে বেশি পছন্দ করে। দীর্ঘদিন এ নৌ রুটে স্পিডবোট বন্ধ থাকার পর গত কয়েক মাস যাবৎ পুনরায় শুরু হয়েছে। নদীর মাঝখানে কোস্ট গার্ডের সদস্যরা দু-একজন যাত্রী বেশি নিলেই নির্মমভাবে মারধর করেন।

আজকে আমাদের দুই চালককে মারধর করেন। রোজা আছি বললেও তারা ছেড়ে দেননি। এ ঘটনার সুষ্ঠু সমাধান না হলে আমরা স্পিডবোট চালাব না।’

স্পিডবোট মালিকরা বলেন, ‘নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি স্পিডবোটে ১২ জন যাত্রী নেওয়ার কথা।

কিন্তু নদী শান্ত থাকায় দুই-তিনজন বেশি নিলে সমস্যা হয় না। কারণ তেল খরচ আর সব মিলে এ কয়জন যাত্রী নিলে মালিকদের লোকসান গুনতে হয়। আমরা চালকদের মারধরের ঘটনায় সুষ্ঠু  সমাধান ও বিচার চাই।’

এ বিষয়ে পাটুরিয়া নৌ পুলিশের ইনচার্জ নজরুল ইসলাম কথা বলতে রাজি হননি।

বিআইডব্লিউটিএর উপপরিচালক ও আরিচা নদীবন্দর কর্মকর্তা মো. সেলিম শেখ কালের কণ্ঠকে বলেন, ‘এই সময় স্পিডবোট বন্ধ রাখলে যাত্রীদের দুর্ভোগ হবে।

আমি খবর পেয়ে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবগত করেছি। দ্রুত সমাধানের চেষ্টা চলছে।’

এ বিষয়ে আরিচাস্থ কোর্স্ট গার্ড অফিসে গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা কোনো কথা কিংবা ভেতরে প্রবেশের অনুমতি দেননি।

মন্তব্য

ঢাকা-বরিশাল মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
শেয়ার
ঢাকা-বরিশাল মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
ছবি: কালের কণ্ঠ

মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার রাজৈর উপজেলার কালিবাড়ি বৌলগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত একজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশাল থেকে ঢাকাগামী চেয়ারম্যান পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে রাজৈর উপজেলার বৌলগ্রাম ব্রিজ ও কালিবাড়ির মাঝামাঝি স্থানে আসলে ঢাকার সায়দাবাদ থেকে ছেড়ে আসা মেঘনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় চেয়ারম্যান পরিবহনের বাসটি খাদে উল্টে যায়। এ ঘটনায় নারী ও শিশুসহ কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত বরগুনার বেতাগি উপজেলার বিবিচিনি গ্রামের সুলতান মৃধার ছেলে হাফিজুলকে (৩০) প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার পঙ্গু হাসপাতাল রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক। এছাড়াও কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ও বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।


মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার সার্জেন্ট মো. ফরহাদ হোসেন বলেন, ‘মেঘনা পরিবহন ও চেয়ারম্যান পরিবহনের দুটি বাস মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

এতে ১৫ জন আহত হয়েছে। কোন নিহতের ঘটনা ঘটেনি। সড়কে যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে।’
 

মন্তব্য

সর্বশেষ সংবাদ