ঢাকা, শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১, ০৪ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১, ০৪ শাওয়াল ১৪৪৬

পীরগাছা উপজেলা বিএনপির আংশিক কমিটি গঠন

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
শেয়ার
পীরগাছা উপজেলা বিএনপির আংশিক কমিটি গঠন
সংগৃহীত ছবি

দীর্ঘ ১৯ বছর পর রংপুরের পীরগাছা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে আমিনুল ইসলাম রাঙ্গা এবং সাধারণ সম্পাদক পদে শরিফুল ইসলাম ডালেজ নির্বাচিত হয়েছেন।

বুধবার দিবাগত রাতে উপজেলার রহিম উদ্দিন ভরসা মহিলা মহাবিদ্যালয়ে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোটাভুটি শেষে কমিটির নাম ঘোষণা করা হয়।

সম্মেলনে জ্যেষ্ঠ সহসভাপতি পদে নাজির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক পদে জুয়েল হোসেন মন্ডল ও আব্দুস সালাম আজাদ জুয়েল নির্বাচিত হয়েছেন।

ছয় সদস্যের এই কমিটিকে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে বলা হয়েছে।

দ্বিতীয় অধিবেশনে সভাপতি, জ্যেষ্ঠ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ হয়েছে। 

দুপুরে উপজেলার রহিম উদ্দিন ভরসা মহিলা মহাবিদ্যালয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। সেখানে দলীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এ ছাড়া অতিথিরা বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। 

পীরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গার সভাপতিত্বে ও সদস্যসচিব খন্দকার মতিয়ার রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক। 
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম উদ্বোধক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু ও জেলা বিএনপির সদস্য এমদাদুল হক ভরসা ও মামুনুর রশিদ প্রমুখ।

এর আগে ২০০৬ সালে পীরগাছা উপজেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 

মন্তব্য

সম্পর্কিত খবর

৬৫ বছরেও থামেনি সংগ্রাম, ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন মনিমালা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
শেয়ার
৬৫ বছরেও থামেনি সংগ্রাম, ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন মনিমালা
ছবি: কালের কণ্ঠ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে বসবাস করেন ৬৫ বছর বয়সী মনিমালা পাল। জীবিকার তাগিদে তিনি পায়ে চালিত ভ্যানগাড়িতে মাটির তৈরি নানা আসবাবপত্র ফেরি করেন। কখনো কোনো সরকারি সুযোগ-সুবিধা না পাওয়ায় শেষ বয়সেও তাকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে।

স্বামী আশুতোষ পাল মারা যাওয়ার পর স্বামীর ভিটায় ঠাঁই হয়নি তার।

পরে গ্রামের গণেশ পালের দেওয়া একটি ঘরে ছেলে-মেয়েসহ আশ্রয় নেন মনিমালা। কঠোর পরিশ্রম করে জমানো অর্থ দিয়ে বড় মেয়ে অর্চনার বিয়ে দিয়েছেন। ছোট ছেলে সমীর কথা বলতে অসুবিধা হওয়ায় তাকে বাড়িতে রেখেছেন।

বাড়ির পাশে মাটির তৈরি আসবাবপত্র তৈরির চুলা বানিয়ে মনিমালা প্রতিদিন নিজ হাতে জিনিস তৈরি করেন।

এরপর ভ্যানে করে বিভিন্ন গ্রাম-হাটে ঘুরে বিক্রি করেন। তার একদিনের আয় ৪০০-৫০০ টাকার বেশি নয়। প্রতিবেশী অসীম ঘোষ বলেন, মনিমালা যদি সরকারি সাহায্য না পায়, তবে আর কে পাবে?

আগে মাটির জিনিসের চাহিদা থাকলেও এখন তা কমে গেছে। মাটি ও খড়ির দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে, ফলে বিক্রিও কমে গেছে।

একদিন মাল বিক্রি করতে না পারলে পরিবারের সদস্যদের অনাহারে থাকতে হয়। প্রায় ২৫ বছর ধরে মনিমালা ভ্যানে করে গ্রামগঞ্জে মাটির জিনিস বিক্রি করে সংসার চালাচ্ছেন।

নলডাঙ্গা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে ছেলে-বউমার সঙ্গে বসবাস করলেও মনিমালা কালীগঞ্জ পৌরসভার শিবনগর এলাকার ভোটার। বিধবা ভাতা ছাড়া আর কোনো সরকারি সহযোগিতা পান না তিনি। নিজস্ব জমি বা মাথা গোঁজার ঠাঁই নেই তার।

প্রতিদিন সকাল ১০টায় বাড়ি থেকে বেরিয়ে সন্ধ্যায় ফেরেন। কালীগঞ্জ ও নলডাঙ্গার সাপ্তাহিক হাটের দিনে রাত ৯টার পর বাড়ি ফেরেন। শহরের ফুটপাতে কিংবা গ্রামে গ্রামে ভ্যানে করে মাটির জিনিস বিক্রি করেন। বৈরী আবহাওয়া, বয়সের ভার ও ক্লান্তি উপেক্ষা করেও নিজের হাতে তৈরি জিনিস বোঝাই ভ্যান টেনে জীবিকা নির্বাহ করছেন তিনি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, ওনার ব্যাপারটি আমার জানা নেই, তবে খোঁজ নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

মন্তব্য

খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের গেল প্রাণ

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের গেল প্রাণ
সংগৃহীত ছবি

খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ওবায়দুল ইসলাম (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেল তিনটার দিকে নগরীর হরিণটানা থানার বিপরীতে মম মার্কেটের সামনে এ ঘটনাটি ঘটে। তিনি কেএমপির লবণচরা থানাধীন মোহাম্মাদ নগর এলাকার সাহার উদ্দিন হাওলাদারের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ওবায়দুল ইসলাম মুরগির গাড়ির ছাদে উঠে কাজ করার সময় দুর্ঘটনাবশত ওপর দিয়ে ঝুলে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে বিদ্যুতায়িত হয়ে গাড়ির নিচে পড়ে যান।

পরে স্থানীয়রা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন
পাকিস্তানের বিপক্ষে ডিজঅ্যাবল ক্রিকেটারদের খেলানোর সময় এসেছে কি না প্রশ্ন আকমলের

পাকিস্তানের বিপক্ষে ডিজঅ্যাবল ক্রিকেটারদের খেলানোর সময় এসেছে কি না প্রশ্ন আকমলের

 

হাসপাতাল সূত্রে জানা যায়, লাশটি খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

লবণচরা থানার ওসি জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

মন্তব্য
যশোর

ফুচকা খেয়ে হাসপাতালে ২ শতাধিক, বিক্রেতা গ্রেপ্তার

অভয়নগর (যশোর) প্রতিনিধি
অভয়নগর (যশোর) প্রতিনিধি
শেয়ার
ফুচকা খেয়ে হাসপাতালে ২ শতাধিক, বিক্রেতা গ্রেপ্তার
সংগৃহীত ছবি

যশোরের অভয়নগরে ঈদ মেলায় ফুচকা খেয়ে দুই শতাধিক মানুষের অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ফুচকা বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার (২ এপ্রিল) রাতে মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অভয়নগর থানায় নিরাপদ খাদ্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মনির মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া উত্তরপাড়া গ্রামের আবদুল লতিফ মিন্টুর ছেলে।

আরো পড়ুন
শরণখোলায় শুঁটকিপল্লীতে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল জেলের

শরণখোলায় শুঁটকিপল্লীতে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল জেলের

 

অভয়নগর থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাশ বলেন, ‘ঈদের দিন (৩১ মার্চ) ভৈরব ব্রিজের পূর্ব পাড়ে মনির হোসেন চটপটি ও ফুচকা বিক্রির অস্থায়ী একটি দোকান নিয়ে বসেন। সেখানে ঘুরতে যাওয়া বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুরা তার দোকান থেকে ফুচকা খায়। পরবর্তীতে পেট ব্যথা, পাতলা পায়খানা, বমি, ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে শুরু করে তারা।

এর পরেরদিন মঙ্গলবার (১ এপ্রিল) রাত পর্যন্ত দুই শতাধিক মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।’

তিনি আরো বলেন, ‘এ বিষয়টি বিভিন্ন পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হলে বিষয়টি নজরে আসে। পরে ওই ফুচকা বিক্রেতাকে আটকের অভিযান শুরু করে থানা পুলিশ।’

আরো পড়ুন
ট্রাম্পের শুল্কারোপ ১০০ বছরে বিশ্ববাণিজ্যে বৃহত্তম পরিবর্তন

ট্রাম্পের শুল্কারোপ ১০০ বছরে বিশ্ববাণিজ্যে বৃহত্তম পরিবর্তন

 

পুলিশ জানায়, অভিযান চালিয়ে ফুচকা বিক্রেতা মনিরকে আটক করা হয়।

পরে মাওলানা তানজিম হোসাইন নামের একজন ভুক্তভোগী তার বিরুদ্ধে থানায় নিরাপদ খাদ্য আইনে মামলা করেন। এ মামলায় আজ বৃহস্পতিবার সকালে তাকে যশোর আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য

নওগাঁয় ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার

মান্দা (নওগঁ) প্রতিনিধি
মান্দা (নওগঁ) প্রতিনিধি
শেয়ার
নওগাঁয় ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার

নওগাঁর মান্দায় বোরো ধানের ক্ষেত থেকে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে কশব ভোলাগাড়ী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম আমিনুল ইসলাম বুলবুল (২২)। তিনি কশব ভোলাগাড়ী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বুলবুল।

গ্রেপ্তার বুলবুলের দেওয়া স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডের ব্যবহৃত একটি লাঠি উদ্ধার করা হয়েছে। জবানবন্দি রেকর্ডের জন্য আজ বৃহস্পতিবার তাকে নওগাঁ আদালতে নেওয়া হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী জাহানারা বিবি বাদী হয়ে অভিযুক্ত আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কশব মধ্যপাড়া গ্রামের তালপুকুরিয়া বিল থেকে উদ্ধার হওয়া লাশটি নিখোঁজ আব্দুল জব্বারের বলে নিশ্চিত হওয়া গেছে। এরপর হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধারসহ জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। নিহত জব্বারের স্বজনদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে গ্রেপ্তার করা হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, লাঠির আঘাতে আব্দুল জব্বারের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছেন গ্রেপ্তার আমিনুল ইসলাম বুলবুল।

এরপর জবানবন্দি রেকর্ডের জন্য তাকে নওগাঁ আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (২৮ মার্চ) সকালে ভোলাগাড়ী গ্রামের আমিনুল ইসলাম বুলবুলের কাছে পাওনা টাকা নেওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান আব্দুল জব্বার। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। এ অবস্থায় গতকাল বুধবার দুপুরে তালপুকুরিয়া বিল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আব্দুল জব্বার উপজেলার নুরুল্লাবাদ গ্রামের ফজের আলী মোল্লার ছেলে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ