ঢাকা, মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫
১৮ চৈত্র ১৪৩১, ০১ শাওয়াল ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫
১৮ চৈত্র ১৪৩১, ০১ শাওয়াল ১৪৪৬

বদরগঞ্জে আলু তুলতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল বৃদ্ধার

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
শেয়ার
বদরগঞ্জে আলু তুলতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল বৃদ্ধার
সংগৃহীত ছবি

রংপুরের বদরগঞ্জে বজ্রাঘাতে সাহিদা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে তার ছেলে আনিছুর রহমান (৪০) ও নাতনি আজমিনা আক্তার (১৩) গুরুতর আহত হন।

আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালের দিকে রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালীগঞ্জ মণ্ডলপাড়ায় এ ঘটনা ঘটে। সকালে মাঠে আলু তুলতে গিয়ে বজ্রাঘাতের কবলে পড়ে তিনি নিহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ রংপুর অঞ্চলে ভোর থেকে শুরু হয় হালকা থেকে মাঝারি বৃষ্টি। এর মাঝেই মা সাহিদা বেগমকে সঙ্গে নিয়ে আনিছুর রহমান মাঠে আলু তুলতে যান। এ সময় বজ্রাঘাতে সাহিদা বেগম ঘটনাস্থলে নিহত হন। আহত হন তার ছেলে আনিছুর রহমান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে নিয়ে যান। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

আরো পড়ুন
পুলিশ কোনো দলের হয়ে বেআইনি কাজ করবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশ কোনো দলের হয়ে বেআইনি কাজ করবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

 

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) শাকীর মোবাশ্বির জানান, বিষয়টি আমার জানা নেই।

আরো পড়ুন
না জানিয়ে পঞ্চম বিয়ে, চতুর্থ স্ত্রীর হাতে স্বামী খুন

না জানিয়ে পঞ্চম বিয়ে, চতুর্থ স্ত্রীর হাতে স্বামী খুন

 

নিহতের স্বজন সাইদুল ইসলাম বলেন, ‘হালকা বৃষ্টির মধ্যে মা-ছেলে ও নাতনি আলু তুলতে যান।

বজ্রপাতে সাহিদা বেগমের গায়ে আগুন ধরে ঘটনাস্থলে নিহত হন। একই সময় ছেলে ও নাতনি গুরুতর আহত হন।’

মন্তব্য

সম্পর্কিত খবর

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

ইউএনবি
ইউএনবি
শেয়ার
জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু
ফাইল ছবি

সিলেটের জাফলংয়ে পর্যটনকেন্দ্রে বেড়াতে গিয়ে পানিতে ডুবে নয়ন মিয়া (১৩) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা।

স্থানীয়রা জানান, ঈদের দিন কয়েকজন বন্ধুর সঙ্গে জাফলং পর্যটনকেন্দ্রে বেড়াতে আসেন নয়ন।

এ সময় তারা জিরো পয়েন্টসংলগ্ন এলাকায় নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে নয়ন স্রোতের টানে পানিতে তলিয়ে যায়।

পরে তার সঙ্গী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, ‘জাফলংয়ে বেড়াতে এসে পানিতে ডুবে মারা যাওয়া এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

প্রাসঙ্গিক
মন্তব্য

কমলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় চা শ্রমিক নিহত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রিতিনিধি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রিতিনিধি
শেয়ার
কমলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় চা শ্রমিক নিহত
ছবি: কালের কণ্ঠ

মৌলভীবাজারের কমলগঞ্জের দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় বিনোদ বাউরী (৫০) নামের এক চা শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (৩১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-ভানুগাছ সড়কের শমশেরনগর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিনোদ বাউরী শমশেরনগর চা বাগানের নতুন টিলার রসরাজ বাউরীর ছেলে।

পুলিশ জানিয়েছে, চা শ্রমিক  বিনোদ বাউরী কাজ শেষে সন্ধ্যায় রাস্তা দিয়ে বাড়ি ফিরচ্ছিলেন।

এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। 
মোটর সাইকেলের ধাক্কায় তিনি রাস্তায় লুটে পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেল চালক মোটরসাইকেল রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে খানায় নিয়ে যায়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রতন হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‌‌‘লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং মোটরসাইকেল আটকের চেষ্টা চলছে।’

মন্তব্য

ঈদে মাংস নিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
শেয়ার
ঈদে মাংস নিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের
সংগৃহীত ছবি

ঈদে সন্তানদের ইচ্ছে পূরণের জন্য মহিষের মাংস কিনে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় রুহুল আমিন (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৩১ মার্চ) সকালে ভাঙ্গুড়া-পাবনা সড়কের চাটমোহর উপজেলার কড়ইতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রুহুল পাবনার ভাঙ্গুড়া উপজেলার সদর ইউনিয়নের চরভাঙ্গুড়া গ্রামের ভাদু মোল্লার ছেলে। 

জানা যায়, রুহুল আমিনের ৩ শিশু সন্তান ঈদে মহিষের মাংস খাওয়ার জন্য বায়না ধরে বাবার কাছে।

বাবা সেই মহিষের মাংস কেনার জন্য মোটরসাইকেল নিয়ে ঈদের দিন সকালে পাবনা সদর উপজেলা টেবুনিয়া বাজারে যায়। সেখান থেকে মাংস কিনে বাড়ি ফেরার পথে চাটমোহরের কড়ইতলা এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে সজোরে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় রুহুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুপুরের পরে গ্রামের সামাজিক কবরস্থানে রুহুলের দাফন সম্পন্ন হয়।

রুহুলের প্রতিবেশী সুলতান আহমেদ বলেন, সন্তানদের পছন্দের মাংস আনতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যায়। তার ছোট তিনটি সন্তান রয়েছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

চুরির অপবাদ দিয়ে শ্রমিক দল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৪

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি
শেয়ার
চুরির অপবাদ দিয়ে শ্রমিক দল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৪

লক্ষ্মীপুরে মোবাইল চুরির অপবাদ দিয়ে মো. রাজু (৩৫) নামের এক শ্রমিক দল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (৩০ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি সোমবার (৩১ মার্চ) রাতে কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ।

নিহত রাজু চররুহিতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড শ্রমিক দলের দপ্তর সম্পাদক ও সবুজের গোজা এলাকার সফিক উল্যা সবুজের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চুরি অপবাদ দিয়ে রাজুকে মারধর করা হয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। পরে সোমবার দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ, রাজুর মোবাইলে চার্জ ছিল না। এতে তিনি ভাতিজা কবিরের ঘরে ঢুকে মোবাইল চার্জ দেন। এর পরপরই কবির লোকজন ডেকে এনে রাজুকে পিটিয়ে হত্যা করেন। তার শরীরে টেঁটা ও ইট দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়।

তার চোখ উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে। অমানবিক নির্যাতন করে তারা রাজুকে হত্যা করেছে। 

চররুহিতা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘রাজু চুরির সঙ্গে কোনোভাবেই জড়িত নন। পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটতে পারে।’ এ ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ‘চুরির অপবাদ দিয়ে রাজুকে গণপিটুনি দেওয়া হয়। এতে তিনি মারা যান। এ ঘটনায় কবির হোসেন ও রেখা বেগম নামের দুজনসহ চারজন আটক আছে।’ এর মধ্যে কবির ও রেখার নামে মামলা করার প্রস্তুতি চলছে।’ অন্য দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাদের নাম জানায়নি পুলিশ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ