ঢাকা, মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫
১৮ চৈত্র ১৪৩১, ০১ শাওয়াল ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫
১৮ চৈত্র ১৪৩১, ০১ শাওয়াল ১৪৪৬

সময়টা এখন রাশ্মিকার

  • ক্যারিয়ারের সোনালি সময় পার করছেন অভিনেত্রী
  • একের পর এক ব্লকবাস্টার সিনেমায় পর্দায় থাকছেন তিনি
বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
সময়টা এখন রাশ্মিকার
রাশ্মিকা মান্দানা

কর্ণাটকের বিরাজপেট শহরের মানদানা পরিবারে রাশ্মিকার জন্ম। বাবা মদন মানদানা ব্যবসায়ী। স্থানীয় শহরে রয়েছে কফির বাগান ও মিলনায়তন ব্যবসা। পরিবার সচ্ছল হলেও শৈশবে টের পেয়েছেন টানাপড়েনের আঁচ।

এমনও দিন গেছে, পছন্দের খেলনাও কিনে দিতে পারেননি মা-বাবা। বাড়িভাড়া দিতেও হিমশিম খেতেন তাঁর বাবা। তবে কন্যার পড়াশোনায় ছাড় দেননি। রাশ্মিকাকে পড়িয়েছেন শহরের ভালো প্রতিষ্ঠানে।
কন্যাও বড় হয়ে ডিগ্রি নিয়েছেন সাইকোলজি, সাংবাদিকতা ও ইংরেজি সাহিত্যের ওপর।

শৈশবে রাশ্মিকার আরো একটি সীমাবদ্ধতা ছিল—মানুষের সঙ্গে স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারতেন না। এ কারণে সহপাঠী কিংবা অন্যরা প্রায়ই তাঁকে ভুল বুঝত। সেই জড়তা ও সীমাবদ্ধতা দূর করতে মায়ের ভূমিকা বারবার স্বীকার করেছেন অভিনেত্রী।

আরো পড়ুন
আমার কমফোর্ট জোন সিনেমা : সুনেরাহ

আমার কমফোর্ট জোন সিনেমা : সুনেরাহ

 

অতীত-বন্দনায় একটু বিরাম দিয়ে বর্তমানে আসা যাক। ভারত ও বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে এখন চলছে লক্ষ্মণ উটেকরের ‘ছাবা’। মারাঠা সম্রাট সাম্ভাজি মহারাজের জীবন অবলম্বনে নির্মিত এই ছবির নাম ভূমিকায় আছেন ভিকি কৌশল। আর তাঁর স্ত্রীর চরিত্রে রাশ্মিকা। ছবিটির নির্মাণ ও প্রচারণায় ব্যয় হয়েছে ১৩৪ কোটি রুপি।

5
রাশ্মিকা মান্দানা

মুক্তি পেয়েছে ভালোবাসা দিবস অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি। এর মধ্যেই বক্স অফিস থেকে তুলে নিয়েছে প্রায় ৫১০ কোটি রুপি! এখনো কমছে না ছবিটির তেজ। মঙ্গলবারও (২৫ ফেব্রুয়ারি) এটি আয় করেছে ১৮ কোটি ৫০ লাখ রুপি। সামনে রয়েছে সাপ্তাহিক ছুটি। বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, এই উইকেন্ডে ছবিটি ৬০০ কোটির মাইলফলক অতিক্রম করে ফেলতে পারে।

আরো পড়ুন
ঝগড়া করে জুতায় প্রস্রাব, পার্টিতেই সুভাষ ঘাইকে চড় মারেন সালমান!

ঝগড়া করে জুতায় প্রস্রাব, পার্টিতেই সুভাষ ঘাইকে চড় মারেন সালমান!

 

‘ছাবা’র আগে রাশ্মিকাকে পর পর দুটি ব্লকবাস্টার হিট ছবিতে দেখা গেছে। একটি সুকুমারের ‘পুষ্পা ২ : দ্য রুল’-এ। এটি ২০২১-এর ছবি ‘পুষ্পা : দ্য রাইজ’-এর দ্বিতীয় কিস্তি। প্রায় ৫০০ কোটি রুপির বিশাল বাজেটে নির্মিত হয়েছে এটি। আর গেল বছরের ৫ ডিসেম্বর মুক্তির বক্স অফিসে চালিয়েছে তাণ্ডব। একের পর এক ভেঙেছে রেকর্ড। বিশ্বব্যাপী আয় করেছে এক হাজার ৮০০ কোটি রুপির বেশি। প্রায় পৌনে চার ঘণ্টার ছবি হয়েও দর্শককে দিয়েছে ভরপুর বিনোদন। এই ছবিতে রাশ্মিকার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে। অভিনেত্রী নিজেও চরিত্রটির জন্য ভারতের জাতীয় পুরস্কারের স্বপ্ন দেখছেন।

5
‘অ্যানিমেল’-এ রাশ্মিকা মান্দানা

এর আগে ২০২৩-এর ডিসেম্বরে রাশ্মিকা হাজির হন হিন্দি ছবি ‘অ্যানিমেল’-এ। বানিয়েছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা। ছবির বাজেট খুব বেশি নয়, ১০০ কোটি রুপি। বিপরীতে আয় করেছে ৯১৭ কোটি রুপি! ছবিটির বিভিন্ন দৃশ্য থেকে গান, অন্তর্জালে বাতাসের বেগে ছড়িয়ে পড়েছিল। তবে নেতিবাচক প্রতিক্রিয়াও জুটেছে টিম ‘অ্যানিমেল’-এর ঝুলিতে। আলাদা করে সমালোচিত হয়েছিলেন রাশ্মিকাও। ছবির একটি দৃশ্যে তাঁর সংলাপ ঠিকঠাক বুঝে উঠতে পারেনি দর্শক। দাঁতে দাঁত চেপে কথাটি বলেছিলেন অভিনেত্রী। সেটার ক্লিপ অন্তর্জালে হয়েছিল ভাইরাল। আর রাশ্মিকার জুটেছিল নিন্দা। তবে সেটার রেশ টেকেনি খুব একটা। ছবি মুক্তির পর বক্স অফিস সাফল্যে সব নিন্দাই যেন হাওয়া হয়ে গিয়েছিল।

আরো পড়ুন
কেউ ভিডিও ভাইরাল করে দিলে সেটার দায় আমার নয় : রুনা খান

কেউ ভিডিও ভাইরাল করে দিলে সেটার দায় আমার নয় : রুনা খান

 

চলচ্চিত্র বাণিজ্যে বিরাট ধাক্কা হয়ে এসেছিল কভিড-১৯। তবে মহামারি কাটিয়ে বিনোদনের বৃহত্তম এই মাধ্যম চাঙ্গা হতে বেশিদিন লাগেনি। আর এই কভিডের পর ভারতীয় তারকাদের মধ্যে শুধু হাতে গোনা কয়েকজন স্থানীয় বক্স অফিসে দুই হাজার কোটির গণ্ডি পার করতে পেরেছেন। তার মধ্যে রাশ্মিকা একজন। তিনি ছাড়া অভিনেত্রী হিসেবে শুধু দীপিকা পাড়ুকোন এই ক্লাবে রয়েছেন। ‘পাঠান’ ও ‘কল্কি ২৮৯৮ এডি’ দিয়ে দাপট জারি রেখেছেন দীপিকা। অন্যদিকে কভিডের পর রাশ্মিকার ছবির সংখ্যা আট। এগুলো হলো পুষ্পা : দ্য রাইজ (২৬৮ কোটি রুপি), আদাভাল্লু মিকু জোহারলু (৯ কোটি ৫৭ লাখ), সীতা রাম (৬৫ কোটি ৪৯ লাখ), গুড বাই (৬ কোটি ৭৫ লাখ), বারিসু (১৭৮ কোটি ৮০ লাখ), অ্যানিমেল (৫৫৪ কোটি), পুষ্পা ২ : দ্য রুল (এক হাজার ২৬৫ কোটি) ও ছাবা (৩৬৩ কোটি)।

এদিকে রোজার ঈদে ফের প্রেক্ষাগৃহে আসছেন রাশ্মিকা। এবার বলিউড ভাইজান সালমান খানের সঙ্গে ‘সিকান্দার’-এ। নির্মাণে আছেন দক্ষিণ ভারতের এ আর মুরুগাদোস। প্রায় ৪০০ কোটির বড় বাজেটে নির্মিত হচ্ছে ছবিটি। দর্শকের মধ্যে এটি ঘিরে আগ্রহও প্রবল। প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির সমীকরণ মিলে গেলে আরো একটি ব্লকবাস্টার যুক্ত হবে রাশ্মিকার ঝুলিতে।

আরো পড়ুন
‘সে আমার শত্রু’, প্রাক্তনকে নিয়ে প্রভার ক্ষোভ

‘সে আমার শত্রু’, প্রাক্তনকে নিয়ে প্রভার ক্ষোভ

 

উল্লেখ্য, রাশ্মিকার শোবিজ যাত্রা শুরু হয়েছিল ২০১৪ সালে। টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিযোগিতায় তিনি বিজয়ী হয়েছিলেন। পুরস্কার নেন অক্ষয় কুমারের হাত থেকে। ওই সময় কিছুদিন মডেলিং করেছিলেন রাশ্মিকা। এর মধ্যেই যুক্ত হন কন্নড় ছবি ‘কিরিক পার্টি’তে। শুটিংয়ে সহ-অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে জড়িয়ে যান প্রেমে। ২০১৬ সালে ছবিটি মুক্তি পায় এবং বক্স অফিসে হয় ব্লকবাস্টার হিট। যদিও ২০১৮ সালে রক্ষিতের সঙ্গে সম্পর্ক ভেঙে যায়। তবে রাশ্মিকাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

মন্তব্য

সম্পর্কিত খবর

হল কাঁপাচ্ছে ‘বরবাদ’, থানায় যেতে হলো নির্মাতাদের

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
হল কাঁপাচ্ছে ‘বরবাদ’, থানায় যেতে হলো নির্মাতাদের
থানায় ‘বরবাদ’ টিম

ঈদ মানেই শাকিব খান, ঈদ মানেই প্রেক্ষাগৃহে মানুষের আনাগোনা। প্রতিবছর ঈদে নিয়ম করে মুক্তি পায় ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা। এবারের ঈদেও তার ব্যতিক্রম নয়। ঈদের দিনে মুক্তি পেয়েছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত এবং শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’।

সিনেমাটির টিজার প্রকাশের পর থেকে দর্শকও অপেক্ষায় ছিল। মুক্তির প্রথম দিনেই বোঝা গেল আলোচনা শুধু মুখেই নয়, প্রেক্ষাগৃহেও সাড়া পাচ্ছে বরবাদ।

আরো পড়ুন
পরীমনির মেহেদি করা হাতে কার নাম? ভক্তদের নিশানায় শেখ সাদী!

পরীমনির মেহেদি করা হাতে কার নাম? ভক্তদের নিশানায় শেখ সাদী!

 

মুক্তির প্রথম দিন দুর্দান্ত সাড়া ফেলেছে বরবাদ। তবে সিনেমাটি পড়েছে পাইরেসির কবলে।

কিছু অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্নভাবে ছড়িয়ে দিচ্ছে ‘বরবাদ’-এর পাইরেসি।  আর সেই অসাধু ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে থানায় হাজির হলেন বরবাদের পরিচালক-প্রযোজক।

বিষয়টি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রযোজক-পরিচালক দুজনেই। ‘বরবাদ’ সিনেমার প্রযোজক স্বার্থহীন আক্তার শশুমই বলেন, আমারা সিনেমাটির পাইরেসি বন্ধ করতে মুক্তির আগেই একটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছিলাম।

তারা সোশ্যাল মিডিয়ায় পাইরেসি বন্ধ করতে কাজ করে। এ কারণে বরবাদের যেসব ফুটেজ সোশ্যাল মিডিয়াতে এসেছে সেগুলো সক্রিয়ভাবেই নেমে যাচ্ছে। কিন্তু যারা সিনেমা হল থেকে ফোন বা ক্যামেরা দিয়ে কপি করছেন সেসব ফুটেজ ডিলিট করতে আমাদের একটা আইনি ব্যবস্থা নেয়ার জরুরি ছিল। এ জন আমরা একা পোস্ট করেছি সোশাল মিডিয়াতে। 

আরো পড়ুন
প্রথম দিনে কত আয় করল শাকিবের ‘বরবাদ’?

প্রথম দিনে কত আয় করল শাকিবের ‘বরবাদ’?

 

এ বিষয়ে সুমি আরও বলেন, সকালে টেলিগ্রাম গ্রুপে আমাদের সিনেমা দেখার পর আমরা থানায় আসি।

এভাবে করলে তো সিনেমা করা যাবে না। এটা তো হল মালিকদের ব্যবসার ক্ষতি আর সেই সঙ্গে আমাদের জন্যও বিষয়টা ক্ষতিকর।

বরবাদের পরিচালক মেহেদি হাসান হৃদয় বলেন, কোন কোন হল থেকে সিনেমা পাইরেসি হয়েছে সেটা জানা সম্ভব হয়নি। তারা এই পাইরেসির বিরুদ্ধে আইনিভাবে  ব্যবস্থা নিচ্ছেন। মেহেদি হাসান হৃদয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বরবাদ টিমের পক্ষ থেকে এক পোস্ট দিয়ে বলেন,  “বরবাদ– বড় পর্দায় দেখুন, পাইরেসি থেকে বিরত থাকুন, শিল্প ও শিল্পীর সম্মান করুন। 'বরবাদ' চলচ্চিত্র নির্মিত হয়েছে অসংখ্য কলা-কুশলীদের কঠোর পরিশ্রম ও সৃজনশীলতায়।  আপনার এক মুহূর্তের পাইরেসি পুরো টিমের পরিশ্রমকে ‘বরবাদ’ করতে পারে।”

এবারের ঈদের সর্বাধিক প্রত্যাশিত সিনেমা ‘বরবাদ’।  এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। সিনেমাটিতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার ইধিকা পাল। আরও রয়েছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ও ফজলুর রহমান বাবু।

মন্তব্য

পরীমনির মেহেদি করা হাতে কার নাম? ভক্তদের নিশানায় শেখ সাদী!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
পরীমনির মেহেদি করা হাতে কার নাম? ভক্তদের নিশানায় শেখ সাদী!
পরীমনির মেহেদি করা হাতে ‘এস’ লেখা (ফেসবুক থেকে নেওয়া)

সাম্প্রতিক সময়ে গায়ক শেখ সাদীর সঙ্গে ঢাকাই সিনেমার সর্বাধিক জনপ্রিয় নায়িকা পরীমনির প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে শোবিজাঙ্গনে। গত কয়েকমাসে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন দুজন। ভক্ত নেটিজেনদের দাবি, প্রেম করছেন দুজন। যদিও পরী ও সাদী বার বার অস্বীকার করে এসেছেন এমন দাবি।

তবে ঈদে নতুন করে আবারও বাতাস লেগেছে সেই গুঞ্জনে।

আরো পড়ুন
প্রথম দিনে কত আয় করল শাকিবের ‘বরবাদ’?

প্রথম দিনে কত আয় করল শাকিবের ‘বরবাদ’?

 

ঈদে পরীমনি একটি ছবি শেয়ার করেছেন ফেসবুকে। তার মেহেদী হাতের সেই ছবি দেখে নেটিজেনরা মেলাচ্ছেন অন্য হিসাব। পরীর শেয়ার করা ছবিতে দেখা যায়, নায়িকার মেহেদি রাঙা হাতে ‘এস’ শব্দটি লেখা রয়েছে।

ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘ঈদ মোবারক পরী! নিশ্চয়ই জীবনের উত্তম সময়ের জন্যে ধৈর্য্য ধরাটা জরুরি। আল্লাহ ভরসা।’ তবে ছবিটি দেখে বোঝা যাচ্ছে, হাতে ক্যানুলা লাগানো। তবে কি অসুস্থ পরীমনি? পোস্টের মন্তব্যের অপশন বন্ধ করে রেখেছেন পরী।
 

এদিকে, পরীর সেই ছবি দেখে আবারও দুইয়ে দুইয়ে চার মেলাতে ব্যস্ত হয়ে পড়েছেন ভক্ত অনুরাগীরা। অনেকের মতে, এই এস সাদীর নাম ইঙ্গিত করে। সরাসরি স্বীকার না করলেও সাদীর সঙ্গেই প্রেমে জড়িয়েছেন পরী। এমনকী সেই পোস্টের মন্তব্যের ঘরেও দেখা যাচ্ছে এমন মন্তব্য। যা দেখে ভক্তরা বলছেন, ‘এস’ শেখ সাদীর নামের প্রথম অক্ষর।

ভক্তরা সেই ছবি শেয়ার করে লিখছেন, ‘লুকিয়ে লুকিয়ে পরীমনি আর শেখ সাদী প্রেম করছি কিন্তু বাঙালির সেটা এবার ধরে ফেলেছে।’ আরেকজনের কথায়, ‘ছবি শেয়ার করে সাদীর নামের প্রথম অক্ষর লিখেছে, আমরা সব বুঝি।’

আরো পড়ুন
বক্স অফিসে জমল না সালমান ম্যাজিক

বক্স অফিসে জমল না সালমান ম্যাজিক

 

মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় চিত্রনায়িকা পরীমনি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। তাঁর স্থানীয় জামিনদার হয়েছেন তরুণ গায়ক শেখ সাদী। এরপর থেকেই আলোচিত শেখ সাদী। তখন থেকেই শুরু হয় দুজনকে ঘিরে প্রেমের গুঞ্জন। যদিও তারা দুজনেই প্রেমের বিষয়টি অস্বীকার করেছেন। জানিয়েছেন তারা ভাল বন্ধু। তবে ভক্তরা এখনও দুজনকে ঘিরে কৌতুহল জারি রেখেছেন। সুযোগ পেলেই পরী-সাদীকে ঘিরে আলোচনায় জমিয়ে রাখছেন শোবিজঅঙ্গন। এখন দেখার পালা, সত্যিই কি সম্পর্কে জড়িয়েছেন পরী-সাদী। নাকি পুরোটাই নিছক গুঞ্জন, যেমনটা তারা বলেছেন। সময়ই বলে দেবে আসল সত্য কি।

মন্তব্য
ঈদ সিনেমা

প্রথম দিনে কত আয় করল শাকিবের ‘বরবাদ’?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
প্রথম দিনে কত আয় করল শাকিবের ‘বরবাদ’?
‘বরবাদ’ দেখতে দর্শকদের ভিড়

ঈদ মানেই শাকিব খান, ঈদ মানেই প্রেক্ষাগৃহে মানুষের আনাগোনা। প্রতিবছর ঈদে নিয়ম করে মুক্তি পায় ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা। এবারের ঈদেও তার ব্যতিক্রম নয়। ঈদের দিনে মুক্তি পেয়েছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত এবং শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’।

সিনেমাটির টিজার প্রকাশের পর থেকে দর্শকও অপেক্ষায় ছিল। মুক্তির প্রথম দিনেই বোঝা গেল আলোচনা শুধু মুখেই নয়, প্রেক্ষাগৃহেও সাড়া পাচ্ছে বরবাদ।

আরো পড়ুন
বক্স অফিসে জমল না সালমান ম্যাজিক

বক্স অফিসে জমল না সালমান ম্যাজিক

 

বাংলা মুভি রিভিউ এর তথ্যমতে, ঈদের দিন মাল্টিপ্লেক্স গুলোতে বাংলা সিনেমা গুলো প্রায় ৬০ লক্ষ টাকা আয় করেছে। এর মাঝে ৩৭ টি শো হাউজফুল ছিল, অকুপেন্সিও বেশ ভালো।

সবগুলো মিলিয়ে রেকর্ড আয় করলেও একক ভাবে কোন সিনেমা রেকর্ড করতে পারেনি। 

প্রথমদিন বক্স অফিসে বরবাদের আয় ২৮ লাখ। বরবাদের (২৮ লাখ) ওয়ার্ড অফ মাউথ পজেটিভ হলেও দরদ (৩০ লাখ) ও তুফানের (২৯ লাখ) চেয়ে প্রথম দিনে কম কালেকশন করেছে। আজ সবগুলো সিনেমার শো সংখ্যা বাড়ছে, স্বভাবতই আয়ও বাড়বে।

‘বরবাদ’ সিনেমার বাজেট ১৫ কোটি টাকা। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান। সিনেমাটিতে শাকিবের সঙ্গে জুটি হয়েছেন কলকাতার ইধিকা পাল। আরও রয়েছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ও ফজলুর রহমান বাবু।

মন্তব্য

কেমন কাটল বলিউডের ঈদ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
কেমন কাটল বলিউডের ঈদ
বাঁ থেকে প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস, দুই ছেলের সঙ্গে আমির খান ও সালমান খান

ঈদ এলেই উৎসবের রং ছড়িয়ে পড়ে চারপাশে। তারকারাও ব্যতিক্রম নন। সাধারণ মানুষের মতো পর্দার মানুষগুলোও এই দিনটিকে ঘিরে সাজিয়ে রাখেন বিশেষ পরিকল্পনা। শুটিংয়ের ব্যস্ততা শেষে পরিবারের সঙ্গে সময় কাটানো, বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডা, ঘুরে বেড়ানো—সব মিলিয়ে ঈদ মানেই বাড়তি আনন্দ।

বলিউড তারকাদের এবারের ঈদ কেটেছে পরিবারের সঙ্গেই। পাশাপাশি ভক্তদেরও শুভেচ্ছা জানিয়েছেন তারা।

আরো পড়ুন
ঈদের দ্বিতীয় দিন টিভি পর্দায় থাকছে যেসব নাটক-টেলিফিল্ম

ঈদের দ্বিতীয় দিন টিভি পর্দায় থাকছে যেসব নাটক-টেলিফিল্ম

 

ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা ঈদ মোবারক লিখে সবাইকে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। প্রিয়াঙ্কার পাশাপাশি জুনিয়র এনটিআর ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ঈদ মোবারক।

একদিকে বরুণ ধাওয়ান ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে লেখেন, ‘ঈদ মোবারক’, অন্যদিকে সানি দেওল ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ইদ মোবারক। এই দিনটি ভালোবাসা, আনন্দ এবং ঈশ্বরের আশীর্বাদে ভরে উঠুক। আপনাদের সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।’

দক্ষিণী অভিনেত্রী রাশমিকা।

ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘ঈদ মোবারক। আশা করি আপনাদের দিনটি হাসিখুশিতে ভরে উঠবে। সব সময় আনন্দে থাকুন। ’

আরো পড়ুন
বক্স অফিসে জমল না সালমান ম্যাজিক

বক্স অফিসে জমল না সালমান ম্যাজিক

 

গহওর খানকে স্বামী-সন্তানের সঙ্গে ছবি শেয়ার করে ঈদের শুভেচ্ছা জানাতে দেখা যায়। ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘ঈদ মোবারক! আল্লাহ সবার মঙ্গল করুন।

আমাদের ওপর তাঁর রহমত বজায় থাকুক, আমিন।'

সাইফ আলী খান কাজে ব্যস্ত থাকলেও বোন সোহা এই দিনটি কাটিয়েছেন পরিবারের সঙ্গে। গোলাপি রঙের একটি লেহেঙ্গা পরে মেয়ের সঙ্গে ভিডিও পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানাতে দেখা গেছে তাকে।

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘ঈদুল ফিতর মোবারক। আজকের এই বিশেষ উৎসব আপনাদের হৃদয় ভালোবাসায় এবং আপনাদের ঘর আনন্দে ভরিয়ে দিক। আর আপনাদের জীবনে নিয়ে আসুক অগুনতি আশীর্বাদ।’

দক্ষিণি মেগাস্টার মাম্মুটি এক্স হ্যান্ডলে নিজের এক ছবি শেয়ার করে লিখেছেন, ‘হৃদয় জুড়ানো ঈদ শুভেচ্ছা প্রত্যেককে।’

দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারা এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। খুশি, শান্তি আমার সকল বন্ধুকে।’

দক্ষিণের তারকা রামচরণ ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘হ্যাপি রামাদান আপনাকে এবং আপনার পরিবারকে। ঈদ মোবারক।’

বান্দ্রার বাসভবনে জুনায়েদ, কিরণ এবং আজাদকে নিয়ে ঈদ পালন করতে দেখা যায় আমির খানকে। তবে এই বিশেষ দিনে এখনো নজরে পড়েনি গৌরীর উপস্থিতি। আমিরের পাশাপাশি সাইফকে দেখা যাচ্ছে সাদা শেরওয়ানি পরে সেটে প্রবেশ করতে। কাজের ফাঁকেই সবাইকে সালাম জানিয়ে তিনি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সালমান খানকেও দেখা গেছে নিজের বুলেটপ্রুফ কাচের বেলকনি থেকে হাত নারাতে। তবে শাহরুখ খান মান্নাতের বেলকনিতে হাজির হননি এবার।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ