<p style="text-align:justify">অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন। আজ রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।</p> <p style="text-align:justify">এর আগে, ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে সরকারপ্রধানের পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। </p> <p style="text-align:justify">এরপর, ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন। তারপর থেকেই তিনি বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, পত্রিকার সম্পাদক, এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন। </p> <p style="text-align:justify">এসব সভায় রাষ্ট্র সংস্কারের বিভিন্ন প্রস্তাব উঠে এসেছে।</p>