<p style="text-align:justify">সমন্বয়কদের ওপর ছাত্রজনতা হামলা চালিয়েছে এমন দাবিতে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, শিক্ষার্থীদের একটি জটলার ওপর লাঠিসোটা দিয়ে বেধড়ক পেটাচ্ছেন কয়েকজন। কয়েকজন শিক্ষার্থীকে আলাদা করে পেটানো হচ্ছে, কেউ কেউ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরও বেধড়ক পেটাচ্ছেন কয়েকজন।  ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আজ সমন্বয়কদের সামান্য আপ্যায়নের ব্যবস্থা করেছেন সাধারণ ছাত্র জনতা’ এমন শিরোনামে বেশ কয়েকটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রচার করা হয়েছে। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। বরং, গত জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার দৃশ্য এটি। </p> <p style="text-align:justify">ভিডিওটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার জানিয়েছে, গত ১৫ জুলাই আরকে সোহান (RK Sohan) নামের একটি ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন ভয়াবহ অবস্থা, কোটা আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়’ শিরোনামে একটি ভিডিও প্রচার করা হয়। সেখানে উল্লেখিত ক্যাপশন থেকে জানা যায়, ভিডিওটি গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের পক্ষে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনার ধারণকৃত। </p> <p style="text-align:justify">সেই ভিডিওটিকে ভিন্ন শিরোনামে প্রচার করা হয়েছে। অর্থাৎ, এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এর সাথে আলোচিত দাবিটির কোনো যোগসূত্র নেই।</p>