<p style="text-align:justify">২০২৪ সালের বিদায়ঘণ্টা বাজছে। দুয়ারে কড়া নাড়ছে ২০২৫ সাল। বিশ্বজুড়ে প্রস্তুতি চলছে নতুন বছরকে বরণ করে নেওয়ার। বিদায়ি বছরটি দেশে-বিদেশে নানা কারণে আলোচিত। বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের কারণে বিশ্বপরিমণ্ডলে উঠে এসেছে রংপুরের নাম।</p> <p style="text-align:justify">কোটা সংস্কার আন্দোলন তখনো দাবানলে পরিণত হয়নি। তবে ধীরে ধীরে বেগবান হচ্ছিল আন্দোলন। সেই আন্দলোনের স্ফুলিঙ্গ ঠেকাতে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের চাপ বাড়ছিল, চাপ ছিল প্রশাসনেরও।</p> <p style="text-align:justify">এত কিছুর পরও থেমে যাননি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্যবিরোধী আন্দোলন তখন সারা দেশে তুঙ্গে। ঢাকার এই আন্দোলনের সঙ্গে মাঠে নামেন রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও, অগ্রভাগে ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রায় প্রতিদিনই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা বাধায় শান্তিপূর্ণ বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।</p> <p style="text-align:justify">এই আন্দোলনে রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে যাঁরা নেতৃত্ব দিয়েছেন তাঁদের সবার সামনে ছিলেন আবু সাঈদ। এ কারণে ছাত্রলীগ, পুলিশ, বিশ্ববিদ্যালয় প্রশাসন—সবার নজরে ছিলেন তিনি।</p> <p style="text-align:justify">১৪, ১৫ ও ১৬ জুলাই। ঢাকার কর্মসূচির সঙ্গে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ করেন। প্রতিহত করতে স্থানীয় আওয়ামি লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাধা দিয়ে পার্ক মোড়ে অবস্থান নেন। পুলিশের সঙ্গে যোগ দেয় সরকারদলীয়রা। ১৬ জুলাই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশ, আন্দোলনকারী ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশে-বিদেশে ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা, যা নিয়ে দেশে-বিদেশে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। আন্দোলন থেকে সরকার পতনের এক দফার দাবানল শুরু হয়। তখন আন্দোলনকারীদের আইডল হন আবু সাঈদ।</p> <p style="text-align:justify">কেন আবু সাঈদকে গুলি করে হত্যা করা হলো এ নিয়ে উত্তাল হয়ে ওঠে রংপুর। পুলিশি বাধা, গ্রেপ্তার, হয়রানির ভয় তুচ্ছ করে বৃষ্টিতে ভিজে রংপুরের সব শিক্ষাপ্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী মিছিল বের করে সৃষ্টি করেন প্রতিবাদের নতুন ইতিহাস। শেখ হাসিনার পতনের এই আন্দোলনের বড় দিকপাল হয়ে ওঠেন আবু সাঈদ।</p>