<p>বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বিএনএফডব্লিউএ) চট্টগ্রামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। </p> <p>মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রামের পতেঙ্গার নাবিক আবাসিক এলাকা-২-এ বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ চট্টগ্রাম শাখার চেয়ারম্যান শারমীন এরশাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।</p> <p>আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কুমিল্লার সাবেক এমপি নাসিমুল কারাগারে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/31/1735651155-4066341a8a11c8eaafc3ef3e85f96ec3.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কুমিল্লার সাবেক এমপি নাসিমুল কারাগারে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/12/31/1463425" target="_blank"> </a></div> </div> <p>আইএসপিআর জানায়, গরিব, দুস্থ ও সুবিধাবঞ্চিত জনগণের শীতের কষ্ট লাঘবে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি এ সংঘের  উদ্যোগে কাপ্তাই, পেকুয়া, হাতিয়া, সন্দ্বীপ, মহেশখালী, টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হবে। ভবিষ্যতেও সংগঠনটির এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। </p> <p>এ সময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ চট্টগ্রাম শাখার কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।</p>