<p>লিভারের যেকোনো ধরনের প্রদাহজনিত অসুখকে হেপাটাইটিস বলে। মূলত হেপাটাইটিস ভাইরাস দ্বারা লিভারের প্রদাহজনিত অসুখ হয়ে থাকে। ভাইরাস সংক্রমণের ফলে লিভারের প্রদাহজনিত অসুখকে ভাইরাল হেপাটাইটিস বলে।</p> <p>হেপাটাইটিস মূলত দুই ধরনের।</p> <p><strong>একিউট হেপাটাইটিস বা ক্ষণস্থায়ী হেপাটাইটিস :</strong> সাধারণত হেপাটাইটিস এ, বি, এবং ই, ভাইরাস দিয়ে একিউট হেপাটাইটিস হয়ে থাকে। একিউট হেপাটাইটিস সাধারণত জন্ডিস, ক্ষুধামন্দা, দুর্বলতা, পেটে অস্বস্তিবোধ, বমিভাব ইত্যাদি উপসর্গ নিয়ে উপস্থাপন করে। একিউট হেপাটাইটিস বেশির ভাগ ক্ষেত্রেই কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের ভেতর সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়।</p> <p><strong>ক্রনিক হেপাটাইটিস বা দীর্ঘস্থায়ী হেপাটাইটিস :</strong> হেপাটাইটিস ‘বি’ এবং ‘সি’ ভাইরাস সংক্রমণের ফলে লিভারে দীর্ঘমেয়াদি প্রদাহ হতে পারে। দীর্ঘমেয়াদি প্রদাহের ফলে হেপাটাইটিস ‘বি’ এবং ‘সি’ ভাইরাস থেকে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারের মতো দুরারোগ্য অসুখ হতে পারে।</p> <p><strong>হেপাটাইটিস প্রতিরোধের কার্যকরী টিকা আছে কি?</strong></p> <p>হেপাটাইটিস ‘এ’ এবং ‘বি’ ভাইরাসকে টিকার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। হেপাটাইটিস ‘সি’ ভাইরাসের কার্যকরী টিকা না থাকলেও শতভাগ কার্যকরী ওষুধ আছে। হেপাটাইটিস ‘ই’ ভাইরাসের টিকা কোনো কোনো দেশে চালু থাকলেও পৃথিবীর বেশির ভাগ দেশেই সর্বজনস্বীকৃত টিকা এখনো চালু নেই।</p> <p><strong>হেপাটাইটিস ‘বি’ ভাইরাসের টিকা কখন নেওয়া যায়?</strong></p> <p>নবজাতকের ক্ষেত্রে জন্মের প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই ‘বি’ ভাইরাসের টিকা দেওয়া যেতে পারে। বাংলাদেশে ইপিআই ভ্যাকসিনের সঙ্গে নবজাতকদের হেপাটাইটিস ‘বি’ ভাইরাসের টিকা দেওয়া হচ্ছে। তবে একজন পূর্ণবয়স্ক মানুষ চাইলে যেকোনো বয়সে যেকোনো সময় হেপাটাইটিস ‘বি’ ভাইরাসের টিকা নিতে পারেন। মনে রাখতে হবে হেপাটাইটিস ‘বি’ ভাইরাসের টিকা শুধু জন্ডিসকেই প্রতিরোধ করে না, লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারকেও প্রতিরোধ করে।</p> <p><strong>পরীক্ষায় কারো হেপাটাইটিস ‘বি’ ভাইরাস ধরা পড়লে টিকা নিতে পারবে?</strong></p> <p>পরীক্ষায় কারো হেপাটাইটিস ‘বি’ ভাইরাস ধরা পড়লে টিকা নেওয়ার প্রয়োজন নেই আর।</p> <p><strong>হেপাটাইটিস ‘বি’ ভাইরাসের টিকা কয়টি নিতে হয়?</strong></p> <p>০, ১, ৬ মাস ব্যবধানে একটি করে মোট তিনটি টিকা নিতে হয়।</p> <p> </p> <p><strong>পরামর্শ দিয়েছেন</strong></p> <p>ডা. মুহাম্মদ সায়েদুল আরেফিন</p> <p>সহকারী অধ্যাপক</p> <p>শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা</p>