<p>প্রকৃতিতে সাপের অনেক প্রজাতি রয়েছে। এদের প্রত্যেকেরই রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য। কিছু সাপের গলার পেছনে ফনা থাকে। বিপদের সময় কিংবা নিজেকে বিপন্ন মনে করলে এসব সাপ ফণা তোলে। </p> <p>কিন্তু মজার বিষয় হলো, সব সাপেরই এই ফণা থাকে না। ফণা আসলে নির্দিষ্ট কিছু সাপের থাকে। বিশেষ গোখরা বা এদের কাছাকাছি জ্ঞাতিভোদের। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মানুষ কেন ভূত দেখে, বিজ্ঞান কী বলে?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/09/1731138036-7930b2f0044cec9dd6a2a83c4cc7d0a3.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মানুষ কেন ভূত দেখে, বিজ্ঞান কী বলে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/09/1444553" target="_blank"> </a></div> </div> <p>কিন্তু সব সাপের ফণা থাকে না কেন?</p> <p>সাপের বিভিন্ন গোত্রের সাপ রয়েছে, যেমন—কোবরা, পাইথন, র‍্যাটলস্নেক, পাইথন, মরচর, সামুদ্রিক কিংবা জলাভূমির সাপ ইত্যাদি। প্রতিটি প্রজাতির সাপের নিজস্ব বৈশিষ্ট্য থাকে। এগুলো তাদের জীবনযাত্রা এবং বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="টনসিলের ব্যথা কমানোর ১০ উপায়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/09/1731133977-3eac64584622da69ccddb88f9aa24535.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>টনসিলের ব্যথা কমানোর ১০ উপায়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/09/1444541" target="_blank"> </a></div> </div> <p>ফণা হলো কোবরা বা গোখরাজাতী সাপের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য, রাজ গোখরা, গোখরা, কেউটে বা পদ্ম গোখরা ইত্যাদি সাপের শরীরের দেখা যায়। অন্য প্রজাতির বেশিরভাগ সাপেরই ফণা থাকে না।</p> <p>প্রতিটি প্রাণীই টিকে থাকার জন্য নিজস্ব কিছু কৌশল ব্যবহার করে। যেমন, কোবরা বা গোখরা সাপ তার ফণা তুলে নিজের আকার আরও বড় দেখানোর চেষ্টা করে। মানুষ ভয় পাক আর না পাক, অন্য প্রাণীরা ঠিকই সাপের ফণা দেখে ভয় পায়। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সিংহ নয়, মানুষকেই বেশি ভয় পায় আফ্রিকান প্রাণীরা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/07/1730974839-0042e3a58f78577aa52aec10f024f07f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সিংহ নয়, মানুষকেই বেশি ভয় পায় আফ্রিকান প্রাণীরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/07/1443871" target="_blank"> </a></div> </div> <p>একই কথা প্রযোজ্য র‍্যাটল স্নেকের ক্ষেত্রেও। এদের ফণা নেই ঠিকই। কিন্তু এদের লেজের পেছন দিকে একটা ঝুনঝুনির মতো অঙ্গ থাকে। সেটা ঝাঁকিয়ে ঝুনঝুনির মতো শব্দ করে শত্রকে ভয় দেখায়। তেমনি মরুভূমির সাপগুলো দেহ কুণ্ডলী করে আক্রমণ প্রতিহত করে। তাই ফণা সব সাপের জন্য দরকার হয় না। </p> <p>কিছু সাপ শিকারে দক্ষ এবং অত্যন্ত্র দ্রুত গতিসম্পন্ন। যেমন, অজগর বা অ্যানাকোন্ডা এমনিতে ধীরগতির হলেও শিকার ধরার সময় এরা খুব ক্ষিপ্রতার সঙ্গে আক্রমণ করে। এসব সাপেরও তাই ফনার দরকার হয় না।  </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নিউরন নিয়ন্ত্রণে বৈপ্লবিক আবিষ্কার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/07/1730973909-df92790ceb5bc750a3bbbe924df02120.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নিউরন নিয়ন্ত্রণে বৈপ্লবিক আবিষ্কার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/07/1443864" target="_blank"> </a></div> </div> <p>অন্যদিকে গোখারা জাতীয় সাপগুলো সাধারণত বনাঞ্চল বা খোলা মাঠে থাকে। সেখানে অন্য প্রাণীদের সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা খুব বেশি। তাই এদের জন্য ফণা শত্রুকে সতর্ক করা ও ভয় দেখানোর জন্য কার্যকরী বৈশিষ্ট্য।</p> <p>অনেক সাপ গাছ বা পাথরের নিচে আশ্রয় বাস করে। এসব জায়গায় ফণা তোলার দরকার হয় না। তাই এসব সাপের ফণা থাকে না। কারণ, তাদের আবাসস্থল বেশ নিরাপদ। ফণা দেখিয়ে ভয় পাইয়ে দেওয়ার মতো কোনো শত্রুও সেখানে বিরল।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাপ কেন বিড়ালকে ছোবল দিতে পারে না?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730888327-6e29ddbcd92eb47557a7951c7b492625.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাপ কেন বিড়ালকে ছোবল দিতে পারে না?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/06/1443459" target="_blank"> </a></div> </div> <p>ফণার জন্য সাপের গলায় বিশেষ ধরনের পেশী ও হাড়ের দকরার হয়। গোখরা জাতীয় সাপ ছাড়া অন্য সাপের গলায় এ ধরনের পেশী বা হাড় থাকে না। তাই এসব সব চাইলেও ফণা তুলতে পারে না। </p> <p>সাপের বিবর্তন প্রক্রিয়ায় বিভিন্ন বৈশিষ্ট্য বিকশিত হয়েছে। এসব তাদের তাদের ভিন্ন ভিন্ন অঞ্চলে খাপ খাইয়ে নিতে সাহায্য করেছে। গোখরা প্রজাতির সাপের ফণঅর বিকাশ হয়েছিল তাদের বিশেষ প্রতিরক্ষার জন্য। অন্যদিকে, অন্য প্রজাতির সাপগুলো তাদের বিবর্তনের মাধ্যমে সুবিধামতো বৈশিষ্ট্য লাভ করেছে, তাই এদের ফনার প্রয়োজন হয়নি। </p> <p>সূত্র: হাউ ইট ওয়ার্কস<br />  </p>