<p>বসুন্ধরা শুভসংঘ রাঙামাটির কাউখালী উপজেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। গঠিত কমিটির পরিচিতিসভা বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে সদরের আইটেক কম্পিউটার ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।</p> <p>কাউখালী শাখার সভাপতি মো. মেহেদী হাসানের সভাপতিত্বে পরিচিতি সভায় বক্তব্য দেন দৈনিক কালের কণ্ঠ কাউখালী উপজেলা প্রতিনিধি মো. জয়নাল আবেদীন, নতুন কমিটির সহসভাপতি রবিউল আলম রবি, সাধারণ সম্পাদক মো. নাজমুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জান্নাতুল মীম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক উমংসাই মারমা।</p> <p>এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি সাহিদা আক্তার মুন্নী, যুগ্ম সাধারণ সম্পাদক অনিরুদ্ধ রায় শান্ত ও সুমাইয়া আক্তার মাহি, সহসাংগঠনিক সম্পাদক মাপাইচিং মারমা, অর্থ সম্পাদক জিতা চাকমা, দপ্তর সম্পাদক মো. এরশাদ, প্রচার সম্পাদক মো. সোলাইমান বাদশা, ক্রীড়া সম্পাদক মো. রাশেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সোহেল, নারী ও শিশু বিষয়ক সম্পাদক নুসরাত জাহান নিপা, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক রেমি দেওয়ান, কার্যকরী সদস্য মো. রাহেদুল ইসলাম, উয়ংচিং মারমা, রিয়া আক্তার, সেঁজুতি চাকমা এবং মো. তারিফুল ইসলাম।</p> <p>পরিচিতিসভায় বক্তারা বসুন্ধরা শুভসংঘের সফলতা কামনা করে কমিটির সবাইকে শুভ কাজে সবার পাশে থাকার আহ্বান জানান।</p>