ঢাকা, মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫
১৮ চৈত্র ১৪৩১, ০১ শাওয়াল ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫
১৮ চৈত্র ১৪৩১, ০১ শাওয়াল ১৪৪৬

নাহিদ ইসলামকে স্বাগত জানাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
নাহিদ ইসলামকে স্বাগত জানাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
ফাইল ছবি

উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সেই পদত্যাগপত্র নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন নাহিদ।

আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল ঘোষণা করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

সেই দলের দায়িত্ব নেবেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলামকে স্বাগত জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানায় তারা। ওই পোস্টে নাহিদের ফটোকার্ড শেয়ার করে বলা হয়েছে, ‘স্বাগত জনতার কাতারে, রাজপথে।

এদিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই অভ্যুত্থানের শহীদ, যোদ্ধা ও আপামর জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব নিয়ে আগস্টে সরকারে যোগ দিয়েছিলাম। কিন্তু সেই স্বপ্ন শুধু সরকারের ভেতরে থেকে পূরণ করা সম্ভব নয়। তাই আজ আমি সরকার থেকে বিদায় নিচ্ছি—একটি নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে।’

নাহিদ লেখেন, ‘লড়াই শেষ হয়নি, এটি শুধু নতুন রূপে শুরু হচ্ছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

মাহফুজ আলমের বাবার ওপর হামলাকারীরা ছাত্রদলের নন : নাছির

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মাহফুজ আলমের বাবার ওপর হামলাকারীরা ছাত্রদলের নন : নাছির
ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ফাইল ছবি

লক্ষীপুরের রামগঞ্জে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবার ওপর হামলাকারীরা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত নন বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

সোমবার (৩১ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এ তথ্য জানান ছাত্রদল সাধারণ সম্পাদক।

নাছির উদ্দীন নাছির লিখেছেন, ‘ঘটনার সূত্রপাত লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান মঞ্জুকে কেন্দ্র করে। মেহেদী হাসান মঞ্জু ছাত্রলীগের চিহ্নিত ক্যাডার হিসেবে পরিচিত।

সে বিভিন্ন সময়ে বিএনপি এবং ছাত্রদলের ওপর হামলা ও নির্যাতনের নেতৃত্বে ছিল। সর্বশেষ জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানের সময়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলায় হামলা এবং আন্দোলনকারীদের লক্ষ্মীপুর সদরে প্রবেশে বাধা দিতে ফেসবুকে ঘোষণা দিয়ে পদ্মা বাজার থেকে পানপাড়া বাজার পর্যন্ত এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের মহড়া দেওয়ায় এলাকাবাসী তার ওপর মারাত্মক ক্ষুব্ধ ছিল। গত অক্টোবর মাসে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, রামগঞ্জ, লক্ষ্মীপুরে করা মামলায় উক্ত মঞ্জু ৪৩ নম্বর আসামি। মামলাটি তদন্তাধীন।

তিনি লিখেছেন, ‘গতকাল উক্ত মঞ্জু তার সহযোগী ছাত্রলীগের সন্ত্রাসীদের সাথে তার বাড়ি ইছাপুর ইউনিয়নের মোল্লা বাড়িতে এলে স্থানীয় জনগণ এবং বিএনপির কর্মীরা ক্ষুব্ধ হয়ে মঞ্জুকে ঘেরাও করে পুলিশের হাতে তুলে দিতে চায়। কিন্তু এ সময় উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা এসে মেহেদী হাসান মঞ্জুকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।’

তিনি আরো লিখেছেন, ‘উপদেষ্টা মাহফুজ আলমের বাড়ি এবং মেহেদী হাসান মঞ্জুর (ছাত্রলীগের সন্ত্রাসী) বাড়ি একই বাড়ি। এলাকায় তারা চাচাতো ভাই হিসেবে পরিচিত।

উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা ৪ নম্বর ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং রামগঞ্জ উপজেলা বিএনপির সদস্য। তার বাড়ির ছেলে মঞ্জুকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিজে তার বিষয়ে দায়িত্ব নেওয়ার কথা বললে স্থানীয় বিক্ষুব্ধ লোকজনের সাথে ছাত্রলীগ, মোল্লা পরিবার ও মঞ্জুর সহযোগীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময়ে জনাব আজিজুর রহমান বাচ্চু মোল্লা আহত হন।’

ছাত্রদল সাধারণ সম্পাদক লিখেছেন, ‘বিএনপি নেতা আজিজুর রহমান বাচ্চু মোল্লা আহত হওয়ার বিষয়টি অনাকাঙ্ক্ষিত। আমরা তার প্রতি সমবেদনা প্রকাশ করছি।

কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে কিছু মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদলকে জড়িয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার অনাকাঙ্ক্ষিত। একটি স্থানীয় বিরোধকে ভুলভাবে উপস্থাপন করে ছাত্রদলকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। ওই ঘটনার সঙ্গে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই।’

মিডিয়াকর্মী এবং প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক সংগঠনগুলোকে দায়িত্বশীল আচরণ এবং বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনের অনুরোধ জানিয়েছেন তিনি।

মন্তব্য

জিয়া পরিবারের ছবি শেয়ার করে যা বললেন আসিফ নজরুল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
জিয়া পরিবারের ছবি শেয়ার করে যা বললেন আসিফ নজরুল
ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারের ঈদের ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

রবিবার দিবাগত রাতে তার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, এক ফ্রেমে খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান, পুত্রবধূ জোবাইদা রহমান ও নাতনি জাইমা রহমান। তাদের সবার মুখেই হাসি।

পোস্টে আসিফ নজরুল লিখেন, ‘আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক।

তিনি জালিমকে করেছেন বিতাড়িত, মজলুমকে প্রশান্ত!’

আসিফ নজরুলের পোস্ট করা ছবিটি আট বছর পর পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় খালেদা জিয়ার ঈদুল ফিতর উদ্‌যাপনের। গত ৮ জানুয়ারি এয়ার অ্যাম্বুলেন্সে করে সাবেক প্রধানমন্ত্রী চিকিৎসার জন্য লন্ডনে যান।

মন্তব্য

‘কর্মই ধর্ম কর্মেই মুক্তি’, ঈদের নামাজ পড়তে না পারা লোকোমাস্টারের পোস্ট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
‘কর্মই ধর্ম কর্মেই মুক্তি’, ঈদের নামাজ পড়তে না পারা লোকোমাস্টারের পোস্ট
ছবি: কালের কণ্ঠ

লোকোমাস্টার আব্দুল আউয়াল রানা বলেছেন, কর্মই ধর্ম, কর্মেই মুক্তি। পেশাগত কারণে ঈদের নামাজ আদায় করতে পারিনি। নাড়ির টানে বাড়িতে নিরাপদে পৌঁছে দিতে পেরেছি, অপরিহার্য মানসিক শান্তি পাচ্ছি। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।

ঈদ মোবারক।

আজ সোমবার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসব কথা লিখেন তিনি। এর আগে সোমবার রাতে তিনি বিজয় এক্সপ্রেস ট্রেন নিয়ে আখাউড়া থেকে চট্টগ্রাম যান। তবে ট্রেন নির্ধারিত সময় থেকে বিলম্বে চলায় নামাজ আদায় করতে পারেননি তিনি।

আরো পড়ুন
ঈদ যেন স্বজনদের মিলনমেলা

ঈদ যেন স্বজনদের মিলনমেলা

 

মোবাইল ফোনে কথা হলে আব্দুল আউয়াল কালের কণ্ঠকে বলেন, ‘জামালপুর থেকে ট্রেনটি প্রায় দুই ঘণ্টা বিলম্বে ছেড়ে আসে। আখাউড়া থেকে তিনি ওঠেন সোয়া তিনটায়। সকাল ৮টা ১০ মিনিটে ট্রেনটি চট্টগ্রামে পৌঁছয়। পথিমধ্যে ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় বিলম্ব হয়।

এদিকে ভৈরব-কিশোরগঞ্জ পথে ঈদ স্পেশাল ট্রেনের চালক তৌহিদুল মোরসালিনও ঈদের নামাজ আদায় করতে পারেননি। তবে যাত্রীদেরকে নিরাপদে পৌঁছে দিতে পেরে তিনি সুখ খোঁজে পেয়েছেন বলে ফেসবুকে লিখেছেন।

আরো পড়ুন
ঈদ আতিথেয়তা জমবে ভিন্ন স্বাদের কাবাবে

ঈদ আতিথেয়তা জমবে ভিন্ন স্বাদের কাবাবে

 

চালক মোরসালিন লিখেছেন, ‘ঈদ মানেই পরস্পরের আনন্দকে ভাগাভাগি করে নেওয়া নিজের অবশিষ্টাংশটুকু দিয়ে হলেও শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদের জামাত পড়া যাত্রীদের নিরাপদ যাত্রায় নিজের সন্তানকে বাসায় রেখে ডিউটিতে হাজারো প্রাণের টানের মাঝে সুখ খুঁজে নেওয়ার শক্তি রাখি।’

মন্তব্য

‘ঈদগাহের মোনাজাতে তাদের স্মরণ করতে ভুলব না’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
‘ঈদগাহের মোনাজাতে তাদের স্মরণ করতে ভুলব না’
সংগৃহীত ছবি

দীর্ঘ ১৫ বছরের স্বৈর শাসনের অবসানের পর আগামীকাল প্রথম ঈদ উদযাপন করবে বাংলাদেশের মানুষ। সংগত কারণেই এবারের ঈদ উৎসবে যুক্ত হয়েছে ভিন্ন আমেজ। রাজধানী ঢাকাসহ সারা দেশে ঈদ মিছিল, মেলাসহ বিভিন্ন কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ও নেত্বত্ব দেওয়া ছাত্র-জনতা।

তবে এ আমেজের মধ্যেও স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদদের ভুলে যাননি আন্দোলনের অন্যতম নেতা ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।

আরো পড়ুন
দোকানির আঘাতে শ্রমিক নেতা খুন

দোকানির আঘাতে শ্রমিক নেতা খুন

 

এবারের ঈদ উৎসব নিয়ে রবিবার নিজের ফেসবুক আইডিতে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন সাদিক কায়েম।

তিনি তার পোস্টে বলেছেন, ‘গত বছর যে সন্তানরা এসে মাকে সালাম করত, তাদের সহস্রজন আজ শহীদ! আমাদের একটা উৎসবমুখর ঈদ উপহার দিতে গিয়ে কত প্রাণ পেয়েছে শাহাদাতের ঠিকানা। ঈদগাহের মোনাজাতে তাদের স্মরণ করতে ভুলব না আমরা। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জানাই ঈদ মোবারক।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ